IND vs SA: পায়ে চোট, দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে অনিশ্চিত হয়ে পড়লেন ফাস্টবোলার
Umran Malik: ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে উমরন মালিকের যাওয়া একপ্রকার নিশ্চিতই মনে করা হচ্ছিল। কিন্তু পায়ের পাতায় চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়লেন জম্মু ও কাশ্মীরের ফাস্টবোলার।
মুম্বই: গত আইপিএলে (IPL) হইচই ফেলে দিয়েছিলেন তিনি।
ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করেন। অতিরিক্ত গতির জন্যই সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে আইপিএলে খেলা পেসারকে খেলতে রীতিমতো বিব্রত বোধ করেছেন তাবড় ব্যাটাররাও। ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে উমরন মালিকের (Umran Malik) যাওয়া একপ্রকার নিশ্চিতই মনে করা হচ্ছিল। কিন্তু পায়ের পাতায় চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়লেন জম্মু ও কাশ্মীরের ফাস্টবোলার।
বিশ্বকাপের পর যশপ্রীত বুমরা, মহম্মদ শামির মতো জাতীয় দলের প্রথম সারির বোলারদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছেন জাতীয় নির্বাচকেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় এবং দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের সিরিজ়ে জুনিয়রদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিলই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই যেমন প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার, অর্শদীপ সিংহদের সুযোগ দেওয়া হয়েছে। সেই পরিকল্পনায় ছিলেন জম্মু ও কাশ্মীরের পেসার উমরানও। কিন্তু পায়ের চোট তাঁর সুযোগ কেড়ে নিতে পারে।
সূত্রের খবর, দেশের দ্রুততম পেসার পায়ে চোট পেয়েছেন। বিজয় হাজারে ট্রফিতে তাঁর আর খেলার সম্ভাবনা নেই বলেই খবর। তাঁর মাঠে ফিরতে মাস দুয়েক সময় লাগতে পারে। ফলে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরেও সম্ভবত যেতে পারবেন না তিনি। দক্ষিণ আফ্রিকার উইকেট সাধারণত জোরে বোলারদের সাহায্য করে। সেখানে খেলতে না পারলে হতাশ হবেন উমনরও।
এখনও পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উমরন। যার মধ্যে ১০টি ওয়ান ডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ। দিন দুয়েক আগে কর্নাটকের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্য়াচ ছিল জম্মু ও কাশ্মীরের। আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়াম বি-তে সেই ম্যাচে বাঁ পায়ের পাতায় চোট পান উমরন। সেই ম্যাচে বল হাতেও দারুণ কিছু করতে পারেননি উমরন। ৮ ওভার বল করে কোনও উইকেট পাননি। খরচ করেন ৬৮ রান।
এশিয়া কাপ বা বিশ্বকাপের দলে সুযোগ পাননি ডানহাতি পেসার। কবে মাঠে ফেরেন তিনি, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফিরছেন হার্দিক ? আইপিএল ট্রেডিংয়ে বড়সড় দলবদলের জোরাল ইঙ্গিত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।