(Source: ECI/ABP News/ABP Majha)
Arun Lal Marriage: হানিমুন জুড়েও থাকবে ক্রিকেট? পরিকল্পনার কথা জানালেন অরুণ লাল-বুলবুল
Arun Lal Wedding: বিয়ের অনুষ্ঠানে চাঁদের হাট। হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিয়ের পরই নবদম্পতি তাদের মধুচন্দ্রিমার পরিকল্পনার কথা জানাল।
কলকাতা: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অরুণ লাল (Arun Lal)। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার কোচ সোমবারই বান্ধবী বুলবুল সাহার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন। বিয়ের অনুষ্ঠানে চাঁদের হাট। হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিয়ের পরই নবদম্পতি তাদের মধুচন্দ্রিমার পরিকল্পনার কথা জানাল।
কোথায় হানিমুন সারবেন অরুণ লাল-বুলবুল? বিয়ের পর অরুণ বলেন, 'সামনে বাংলার রঞ্জির কোয়ার্টার ফাইনাল। বেঙ্গালুরু যেতে হবে। সেখানেই হবে মধুচন্দ্রিমা।' বুলবুল বলেন, 'বাংলা দলের সঙ্গে যেতে চাই। ওদের সমর্থন জানাতে চাই।'
প্রথম স্ত্রী রীনা এখনও জীবিত। অসুস্থ। শয্যাশায়ী। এরই মাঝে নতুন ইনিংস শুরু করলেন অরুণ লাল (Arun Lal)। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। জীবনে দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়লেন ময়দানের লালজি। ৬৬ বছর বয়সি প্রাক্তন এই ভারতীয় ক্রিকেট তারকার সোমবার বিয়ে করলেন। পাত্রী ৩৭ বছর বয়সী বুলবুল সাহা। অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী।
সোমবার বাংলা ক্রিকেট দলের বর্তমান কোচের দ্বিতীয় বিয়ে হল তাঁর দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহার (Bulbul Saha) সঙ্গে। রবিবার রাতেই রেজিস্ট্রি সম্পন্ন হয়ে গিয়েছে অরুণলাল-বুলবুলের। রেজিস্ট্রির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পাত্রী। বুলবুল লিখেছেন, "আনুষ্ঠানিকভাবে মিসেস লাল হলাম, পরিবার ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানাই এই সমর্থনের জন্য।" তিনি যোগ করেছেন, "সত্যিই আজ খুব ভাল লাগছে। অত্যন্ত আনন্দের ও সুন্দর এই অনুভূতি। একে-অপরকে এতদিন ভালবেসেছি। সেই সম্পর্ক এবার বিয়েতে পরিণত হয়েছে। মানুষ অরুণ লাল আমার কাছে সবচেয়ে প্রিয় তাঁর ভদ্র ব্যবহার ও সারল্যের জন্য। একেবারে মাটির মানুষ। পশু-পাখি বড্ড ভালবাসে।"
মাসখানেক আগেই অরুণ লাল এবং বুলবুলের মধ্যে বাগদান হয়ে গিয়েছে। এবার সামাজিক বিয়ের পালা। দীর্ঘদিন ধরেই বুলবুলের সঙ্গে সম্পর্কে রয়েছেন অরুণ লাল। বিয়ের মেনুতে অধিকাংশ বাঙালি পদই রয়েছে। যেমন চিংড়ির মালাইকারি, ফিস ফ্রাই, খাসির মাংস, মিষ্টি দই-সহ আরও রকমারি পদ।
আরও পড়ুন: রিঙ্কু-রানার দাপটে জয় নাইটদের, রাজস্থানকে ৭ উইকেটে হারালেন শ্রেয়সরা