Virat Kohli : 'ফুরিয়ে যাইনি...' জোড়া শতরানের পর বিরাট-বার্তা
IPL 2023 : এবারের আইপিএলে ১৪ ম্যাচে দুটি শতরান ও ৬ টি অর্ধশতরানের সুবাদে ৬৩৯ রান করেছেন বিরাট কোহলি।
ব্যাঙ্গালোর : জোড়া মরণ-বাঁচন ম্যাচ। আর দু'বারই ঝলসে উঠল রাজার অস্ত্র। জোড়া শতরান হাঁকিয়ে কিং কোহলি বুঝিয়ে দিলেন, তাঁর ব্যাটে এখনও বারুদের অভাব নেই। শুভমন গিলের দুর্ধর্ষ পাল্টা শতরানে গুজরাট টাইটান্সের (Gujrat Titans) কাছে ম্যাচ হেরে আইপিএলের প্লে-অফের সমীকরণ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বিদায় নিতে হলেও বিশের মঞ্চে এখনও বিরাটের ব্যাটিং-বিক্রম যে একই উচ্চমার্গের, সেটা বুঝিয়ে দিয়েছেন কোহলি। পাশাপাশি নিজের পারফরম্যান্স নিয়ে জানাতে গিয়ে বিরাট কোহলির বার্তা, 'ফুরিয়ে যাইনি'।
সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আরসিবি-র গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে পরপর শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। জোড়া শতরানের সুবাদে আইপিএলের মঞ্চে সপ্তম সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন টি ২০ ক্রিকেটে প্রায় ১২ হাজার রানের মালিক বিরাট কোহলি। এবারের আইপিএলে ১৪ ম্যাচে দুটি শতরান ও ৬ টি অর্ধশতরানের সুবাদে ৬৩৯ রান করেছেন কোহলি। যার পরে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে বলার সময় বিরাট বলেছেন, 'অনেকে মনে করেন টি ২০ ক্রিকেটে আমার পারফরম্যান্স পড়তির দিকে, আমি অবশ্য তেমনটা মনে করি না। আমার মনে হয় টি২০ ক্রিকেটে নিজের সেরা পারফরম্যান্সটাই ফের মেলে ধরতে পারছি। বিশের মঞ্চে নিজের ব্যাটিং উপভোগ করছি। বরাবরই বাউন্ডারি তুলে নিতে মাঠে ফিল্ডারদের মধ্যে ফাঁক খুঁজে বেড়ানোর চেষ্টা করি। আর সুযোগ এলে ও ইনিংসের শেষে বড় শট খেলার চেষ্টা চালানো।'
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) প্লে-অফে তুলতে না পারার হতাশায় অন্য খেলার শেষে বোতলে লাথি মারতেও দেখা গিয়েছে বিরাট কোহলিকে। যদিও ব্যাট হাতে চিন্নাস্বামীতে কার্যত চেনা দাপট দেখিয়েছেন বিরাট। ৬১ বলে ১৩ টি চার ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। যে ইনিংস দেখে তাঁর প্রাক্তন সতীর্থ এবি ডিভিলিয়ার্স বলেন, 'দল দরকারে পড়লে সবসময় এভাবেই পাওয়া যায় বিরাটকে।'
আরও পড়ুন- শুভমনের শতরানে খুশির রেশ তেন্ডুলকার পরিবারে, বিশেষ বার্তা সচিনের
এবারের আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান যাঁর ঝুলিতে, আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিও তাদের শেষ অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদের কঠিন পিচে বিরাটের শতরানের প্রশংসা করেছিলেন। আরসিবি-র হয়ে ওপেনিং জুটিতে বিরাট ও ফাফের ক্রমাগত দলকে ভাল শুরু দিয়েছেন। যদিও তাদের ইনিংসের শেষপর্বে পাওয়ার হিটাররা সেভাবে কার্যকর হতে না পারার জেরে চলতি মরসুমে তাদের ভুগতে হয়েছে বলেই মনে করেন ফাফ।
আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে