Gautam Gambhir: ৩ জন একসঙ্গে খেললেই ভয় পাবে প্রতিপক্ষ! কেকেআর সমর্থকদের জন্য আশার কথা শোনালেন গম্ভীর
KKR: মেন্টর হিসাবে এসেই মণীশ পাণ্ডেকে (Manish Pandey) ফিরিয়েছেন গম্ভীর।
![Gautam Gambhir: ৩ জন একসঙ্গে খেললেই ভয় পাবে প্রতিপক্ষ! কেকেআর সমর্থকদের জন্য আশার কথা শোনালেন গম্ভীর IPL 2024: KKR mentor Gautam Gambhir's positive words on newly formed squad of Kolkata Knight Riders Gautam Gambhir: ৩ জন একসঙ্গে খেললেই ভয় পাবে প্রতিপক্ষ! কেকেআর সমর্থকদের জন্য আশার কথা শোনালেন গম্ভীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/b9f8f6a9091baafcffe8b8036c14958c170308641993050_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আইপিএল (IPL) নিলামের অনেক আগেই মাস্টারস্ট্রোক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। জোড়া আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে নিয়ে এসেছে শাহরুখ খান-জুহি চাওলার দল। অন্য ভূমিকায়। মেন্টর হিসাবে। সঞ্জীব গোয়েঙ্কার দলের থেকে গৌতিকে ছিনিয়ে এনেছে কেকেআর।
আর মেন্টর হিসাবে নিলাম পর্ব মিটতেই আশার কথা শোনালেন গম্ভীর। বললেন, 'আমাদের দল এখন খুব ভাল। কলকাতার মানুষদের গর্ব করার মতো মুহূর্ত উপহার দিতে আমরা তৈরি।'
মেন্টর হিসাবে এসেই মণীশ পাণ্ডেকে (Manish Pandey) ফিরিয়েছেন গম্ভীর। নিলামের পর গম্ভীর বলেছেন, 'আমরা অভিজ্ঞতাও খুঁজছিলাম। মণীশ পাণ্ডে এমন এক ক্রিকেটার, যে আমাদের হয়ে ভাল খেলেছে। ওর কাছে এটা গর্ব করার মতো মুহূর্ত। একই পরিবেশ, একই মাঠে খেলার সুযোগ পাবে। ওর দক্ষতা আছে। প্রতিভা আছে। হয়তো সেরা বছরটা এখানেই কাটাবে। মণীশ পাণ্ডের সেরাটা আমরা দেখতে পাব। দারুণ ফিল্ডারও। মণীশ পাণ্ডের মতো ক্রিকেটার দলে এলে শক্তি আরও বাড়ে।'
নিলামের টেবিল থেকে আফগান স্পিনার মুজিব উর রহমানকে কিনেছে কেকেআর। গৌতির কথায়, 'ভেবে দেখুন সুনীল নারাইন, মুজিব ও বরুণ চক্রবর্তী একসঙ্গে খেলছে। এক ম্যাচে ১২ ওভার বল করছে। স্পিন বোলিংয়ের কী মান হবে ভাবুন।' যোগ করেছেন, 'মণীশ অভিজ্ঞ। পাশাপাশি সাকারিয়াকে পেয়েছি। ভারতীয় উইকেটকিপার (কে এস ভরত) পেয়েছি। দলের সব দিকেই বৈচিত্র যোগ হয়েছে। ভারসাম্য বেড়েছে। সেই সঙ্গে মিচেল স্টার্কের মতো একজনকে পেয়েছি। যে এক্স ফ্যাক্টর হতে পারে। এছাড়া গাসকে পেয়েছি, যার বলের গতি স্টার্কের মতোই।'
#IPLAuction Recap ⏮️ Our Knight Out in Dubai 🫶@VenkyMysore @abhisheknayar1 @GautamGambhir #ChandrakantPandit pic.twitter.com/oLx77rBTRq
— KolkataKnightRiders (@KKRiders) December 20, 2023
কেকেআরে ফেরার অনুভূতি? গম্ভীর বলেছেন, 'কেকেআর আমার কাছে শুধু একটা ফ্র্যাঞ্চাইজি নয়, শুধু একটা শহর নয়, অনেকটা আবেগ। সাত বছর খেলেছি। নেতৃত্ব দিয়েছি। যা ভালবাসা পেয়েছি, তা ফিরিয়ে দেওয়ার পালা। কলকাতা থেকে যে সমর্থন ও ভালবাসা পেয়েছি, সেটা ফিরিয়ে দিতে চাই।'
আরও পড়ুন: আইপিএল নিলামে রেকর্ডের দিন বাংলার প্রাপ্তির ভাঁড়ার শূন্য, দল পেলেন না কেউই
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)