KKR In IPL Final: শাহরুখ-জুহির সামনে হায়দরাবাদ-বধ করে কেকেআরের স্লোগান, 'চেন্নাই চলো'
IPL 2024: গ্যালারিতে বসে শাহরুখ খান-জুহি চাওলারা দেখলেন, আইপিএলের ইতিহাসে চতুর্থবারের জন্য ফাইনালে উঠে গেল তাঁদের দল। আগামী রবিবার, ২৬ মে চেন্নাইয়ে আইপিএল ফাইনাল।
আমদাবাদ: যে দলকে আইপিএলে (IPL 2024) সবচেয়ে বিপজ্জনক মনে হচ্ছিল, সেই সানরাইজার্স হায়দরাবাদকেই গো হারান হারাল কলকাতা নাইট রাইডার্স (KKR vs SRH)। যে দলের ব্যাটিং বিক্রম দেখে প্রতিপক্ষ শিবিরের বোলারদের কপালে ঘাম জমছিল, তারাই মুখ থুবড়ে পড়ল। আইপিএলের কোয়ালিফায়ার ওয়ানকে সেমিফাইনালের সমতুল্য মনে করা হয়। কারণ এই ম্যাচ জিতলেই ফাইনালের টিকিট পাকা। কেকেআর ফাইনালের যোগ্যতা অর্জনও করে ফেলল। কার্যত একপেশেভাবে। ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে হায়দরাবাদকে দুরমুশ করল নাইটরা। গ্যালারিতে বসে শাহরুখ খান-জুহি চাওলারা দেখলেন, আইপিএলের ইতিহাসে চতুর্থবারের জন্য ফাইনালে উঠে গেল তাঁদের দল। আগামী রবিবার, ২৬ মে চেন্নাইয়ে আইপিএল ফাইনাল। সেই ম্যাচের আগে কেকেআর শিবির থেকে স্লোগান উঠে গেল, চেন্নাই চলো।
বেঙ্কটেশ আইয়ার যেমন। এদিন আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যখন ব্যাট করতে নামলেন, ফিরে গিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। সামনে তখনও একশোর ওপর রান তুলে ম্যাচ জেতার চ্যালেঞ্জ। বেঙ্কি মারার বল মারলেন। সহজাত ব্যাটিং করে ২৮ বলে ৫১ রানে অপরাজিত থাকলেন। তাঁর ব্যাটিং দেখে মনেই হয়নি যে, এই উইকেটে থরহরিকম্প হয়ে গিয়েছিল হায়দরাবাদের ব্যাটিং। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মারা অল আউট হয়ে গিয়েছিলেন মাত্র ১৫৯ রানে।
🥁 We have our first FINALIST of the season 🥳
— IndianPremierLeague (@IPL) May 21, 2024
𝗞𝗼𝗹𝗸𝗮𝘁𝗮 𝗞𝗻𝗶𝗴𝗵𝘁 𝗥𝗶𝗱𝗲𝗿𝘀 💜 are one step closer to the ultimate dream 🏆
Scorecard ▶️ https://t.co/U9jiBAlyXF#TATAIPL | #KKRvSRH | #Qualifier1 | #TheFinalCall pic.twitter.com/JlnllppWJU
ফাইনালে ওঠার পর বেঙ্কটেশ বলেন, 'আত্মবিশ্বাসী ছিলাম। মনে হচ্ছিল কখন নেমে ব্যাটিং করব। আমরা শেষ ম্য়াচ খেলেছিলাম ১১ মে। তারপর আমাদের পরপর দুটি ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। আমরা সকলেই মুখিয়ে ছিলাম মাঠে গিয়ে নিজেদের প্রতিভার প্রমাণ দিতে। উইকেট খুব ভাল ছিল। এই ধরনের টুর্নামেন্টে ছন্দটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি আরসিবি কীরকম পরপর ম্যাচ জিতে ছন্দ পেয়েছে। আমরাও সেই ছন্দটা পেতে চেয়েছিলাম। কিন্তু বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়াটা হতাশাজনক।' তারপরই কেকেআর তারকা যোগ করেন, 'আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলাম। টিম ম্যআনেজমেন্ট দারুণ সমর্থন করেছে। আমাদের মতো প্লেয়ারদের কাছে আইপিএল ফাইনাল খেলাটা ভীষণ স্পেশ্যাল। আমাদের কাছে স্বপ্নের মতো। চেন্নাইয়ে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।'
আরও পড়ুন: স্টার্কের আগুনে বোলিংয়ের পর দুই আইয়ারের ব্যাটিং দৌরাত্ম্য, SRH-কে হেলায় হারিয়ে আইপিএল ফাইনালে KKR
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।