SRH vs RCB Innings Highlights: মরণ-বাঁচন ম্যাচে বিরাট-রজতের হাফসেঞ্চুরি, হায়দরাবাদের সামনে ২০৭ রানের লক্ষ্য
IPL Live Score: ২০ ওভারের শেষে আরসিবি তুলল ২০৬/৭। তবে দুরন্ত ছন্দে থাকা সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিংকে রোখার জন্য তা কি যথেষ্ট হবে?
হায়দরাবাদ: হারের হ্যাটট্রিক শোনা যায়। তবে এবারের আইপিএলে লাগাতার হারের ডাবল হ্যাটট্রিক করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্ট শুরু হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের কাছে পরাজয় দিয়ে। তারপর এক ম্যাচ জিতলেও টানা ৬ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে রয়েছে আরসিবি (SRH vs RCB)। প্লে অফে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ। খাতায় কলমে সামান্যতম আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি ৬ ম্যাচের সবকটি জিততেই হবে ফাফ ডুপ্লেসিদের।
আর সেই মরণ-বাঁচন অভিযানের প্রথম ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আরসিবির হয়ে ব্যাট হাতে লড়াই করলেন বিরাট কোহলি ও রজত পাতিদার। দুজনই হাফসেঞ্চুরি করলেন। ২০ ওভারের শেষে আরসিবি তুলল ২০৬/৭। তবে দুরন্ত ছন্দে থাকা সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিংকে রোখার জন্য তা কি যথেষ্ট হবে?
নিজামের শহরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়র ফাফ ডুপ্লেসি। শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন আরসিবির দুই ওপেনার। ৩.৫ ওভারে ৪৮ রান যোগ করেন কোহলি ও ডুপ্লেসি। ১২ বলে ২৫ রান করে ফেরেন ডুপ্লেসি। তিনিই আরসিবির রান তোলার গতি থার্ড গিয়ারে তুলে দিয়ে যান। যে ভিতের ওপর দাঁড়িয়ে কোহলি ও রজত আগ্রাসী ব্যাটিং করলেন। উইল জ্যাকসের ব্য়র্থতাও যে কারণে ঢাকা পড়ে গেল।
৪৩ বলে ৫১ রান করলেন বিরাট। কেকেআরের বিরুদ্ধে ইডেনে আগের ম্যাচে তাঁর আউট নিয়ে জলঘোলা হয়েছিল। হর্ষিত রানার বল তাঁর কোমরের ওপরে ছিল কি না, তা নিয়ে বিতর্কের ঝড়। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মোটা জরিমানার মুখেও পড়েছেন। এদিন কোহলি ব্যাট হাতেই জবাব দিলেন। যদিও তাঁর ১১৮.৬ স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন থেকে গেল। শেষ দিকে ২০ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেললেন ক্যামেরন গ্রিন।
I.C.Y.M.I!
— IndianPremierLeague (@IPL) April 25, 2024
Rajat Patidar taking the attack to Mayank Markande 💥@RCBTweets 142/4 after 15 overs
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #SRHvRCB pic.twitter.com/xiDvZavpTA
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বল হাতে তিন উইকেট জয়দেব উনাদকাটের। ২ উইকেট টি নটরাজনের।
আরও পড়ুন: জঙ্গলে লেপার্ড ঝাঁপিয়ে পড়ল প্রাক্তন ক্রিকেটারের ওপর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।