Ganguly on IPL: লকডাউন থেকে মুক্তি সৌরভের!
করোনার ধাক্কায় জেরবার জনজীবন। সংক্রমণ ঠেকাতে গোটা দেশের মতো বাংলাতেও নতুন করে কার্যত লকডাউন পালিত হচ্ছে। কড়া বিধিনিষেধ মনে চলতে হচ্ছে সকলকেই।
কলকাতা: করোনার ধাক্কায় জেরবার জনজীবন। সংক্রমণ ঠেকাতে গোটা দেশের মতো বাংলাতেও নতুন করে কার্যত লকডাউন পালিত হচ্ছে। কড়া বিধিনিষেধ মনে চলতে হচ্ছে সকলকেই।
অথচ বুধবার লকডাউন থেকে মুক্তির কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়! কীভাবে?
আসলে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বুধবারই দুবাই গিয়েছেন। আইপিএলের অসমাপ্ত অংশের আয়োজন চূড়ান্ত করে ফেলবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। মরুদেশে করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে। তাই বিধিনিষেধও যেন কিছুটা হলেও কম। সৌরভ বুধবার রাতে নিজের একটি ছবি পোস্ট করলেন। সঙ্গে ক্যাপশনে লিখলেন, 'দুবাই আমাকে মুক্তি দিয়েছে... লকডাউন থেকে।'
আইপিএলের আয়োজন সংক্রান্ত সব কিছু খতিয়ে দেখতে সোমবারই বিসিসিআই সচিব জয় শাহ, বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল, যুগ্মসচিব জয়েশ জর্জ, বোর্ডের অন্তর্বর্তী চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) হেমাঙ্গ আমিন এবং বোর্ডের জেনারেল ম্যানেজার ফর অপারেশনস তথা টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর ধীরাজ মলহোত্র চার্টার্ড ফ্লাইটে করে দুবাই উড়ে গিয়েছিলেন। আর বুধবার গেলেন সৌরভ। রবিবার ভারতে ফিরবেন তিনি। তার আগে আইপিএল আয়োজন নিয়ে একাধিক বৈঠক করার কথা তাঁদের। সংযুক্ত আরব আমিরশাহিতে ভারত থেকে আসা ও যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় বিসিসিআই কর্মকর্তাদের প্রবেশের জন্য এমিরেটস ক্রিকেট বোর্ডকে তড়িঘড়ি ব্যবস্থা করতে হয়েছে।
আইপিএলের চতুর্দশ মরসুমের বাকি ম্যাচগুলি ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে বলে বোর্ড সূত্রে খবর। ২৯ মে বিশেষ সাধারণ সভায় স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার ১৪তম আইপিএলের ভবিষ্যত নিয়ে বৈঠক ডেকেছিল বিসিসিআই। বৈঠকে গতবারের টুর্নামেন্টের সাফল্যের কথা মাথায় রেখে এবারের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনার বিরুদ্ধে বায়ো বাবল টপকে সংক্রমণের কারণে ভারতে এই টুর্নামেন্ট মাঝপথেই স্থগিত করে দেওয়া হয়েছিল। এরপর থেকেই টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে জল্পনা চলছিল। টুর্নামেন্টের বাকি ৩১ ম্যাচ আয়োজনের স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকেই বেছে নেওয়া হয়েছে। সেই ৩১ ম্য়াচে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে বলে খবর।