Sports Highlights: সেমিতে বাগানের হার, ফের ধোনিদের হারাল লখনউ, মঙ্গলবারের সেরা খেলার খবরগুলো ঝলকে
Todays Sports Highlights: দেখে নিন মঙ্গলবারের সেরা খেলার খবরগুলো এক ঝলকে -
কলকাতা: আইএসএলে ওড়িশা এফসির বিরুদ্ধে হার মোহনবাগানের। ধোনির ডেরায় ধামাকা স্টোইনিসের। হাঁকালেন দুরন্ত শতরান। জেতালেন লখনউ সুপারজায়ান্টসকে। দেখে নিন মঙ্গলবারের সেরা খেলার খবরগুলো এক ঝলকে -
হার বাগানের
সেমিফাইনালের প্রথম লেগে হেরে ধাক্কা খেল সদ্য লিগশিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট (Lucknow Super Giants)। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে তিন মিনিটের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়ে তারা। ওডিশা এফসি ২-১-এ প্রথম লেগ জিতে এগিয়ে রইল। মোহনবাগানকে ফাইনালে উঠতে গেলে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অন্তত দু’গোলের ব্যবধানে জিততে হবে। তারা এক গোলের ব্যবধানে জিতলে টাই ব্রেকারে খেলার নিষ্পত্তি হবে।
স্টোইনিসের শতরানে জয় লখনউয়ের
মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। অজি তারকা এদিনের ম্য়াচের আগে সিএসকের (Chennai Super Kings) ভাবনা চিন্তার মধ্যে কোনওভাবে ছিলেন না কি না জানা নেই। তবে এটুকু বলাই যায় যে পরীক্ষায় যেমন অজানা প্রশ্ন চলে আসে মাঝে মাঝে, এই বিষয়টা তেমনই ছিল। কুইন্টন ডি কক, কে এল রাহুল, নিকোলাস পুরাণদের নিয়ে ছক কষেছিল ধোনি, রুতুরাজরা। কিন্তু পরীক্ষায় চলে এলেন মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। আর সেখানেই কুপোকাত সিএসকে। তাও আবার নিজেদের ঘরের মাঠে। এই লখনউয়ের বিরুদ্ধেই গত শুক্রবার হেরে গিয়েছিল হলুদ জার্সিধারীরা। সেটা ছিল একানা স্পোর্টস কমপ্লেক্সে। এবার চিপকেও জয় ছিনিয়ে নিল কে এল রাহুলের দল।
পুরস্কার জিতলেন নোভাক
গত মরশুমে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন তিনটি প্রধান টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন নোভাক। উইম্বলডনে গত মরশুমে রানার্স আপ হয়েছিলেন। এবার কাের্টে ধারাবাহিক সাফল্যের পুরস্কার জিতলেন নোভাক জকোভিচ। রেকর্ড পঞ্চমবারের মতো জিতলেন ক্রীড়াবিশ্বের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার 'লরিয়াস' ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। এর আগে ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৯ মরশুমে এই পুরস্কার জিতেছিলেন।
বিশ্বকাপ খেলবেন না নারাইন
গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছিলেন সুনীল নারাইন। তাঁর ফর্ম দেখে অবসর ভেঙে অনেকেই তাঁকে ফিরে আসার অনুরোধ করছিলেন। আশায় ছিলেন ফের একবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে যুক্তরাষ্ট্র ও ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত বিশ্বকাপের মঞ্চ মাতাবেন তারকা স্পিনার। তবে তিনি ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের খানিকটা হতাশই করলেন। সোজাসাপ্টা জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সফর শেষ হয়ে গিয়েছে।
Angry Rantman-কে শ্রদ্ধাজ্ঞাপন
ইউটিউবার অভ্রদীপ সাহা (YouTuber Abhradeep Saha), ওরফে 'Angry Rantman', শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত ১৭ এপ্রিল, মাত্র ২৭ বছর বয়সে। মাল্টিঅর্গ্যান ফেলিওর (multiorgan failure) হয়ে মৃত্যু হয় তাঁর। মূলত ক্রীড়া বিষয়ক কন্টেন্টই তাঁর ভাইরাল হত বেশি। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির সমর্থক হিসেবে তাঁর খ্যাতি ছিল বিশাল, এবং ২০১৭ সালে ভাইরাল হয় তাঁর 'নো প্যাশন, নো ভিশন'। অভ্রদীপের প্রয়াণে শোকের ছায়া নামে তাঁর অনুরাগী মহলে। প্রয়াত ইউটিউবারকে শ্রদ্ধা জানাতে এবার উদ্যোগী টম ওভারেন্ড (Tom Overend)। তিনিও অভ্রদীপের মতোই পশ্চিম লন্ডনের ক্লাবকেই সমর্থন করেন।