Cyber Fraud: সরকারি স্কিমের নামে প্রতারণা, এই অ্যাপ ডাউনলোড করলেই গায়েব হচ্ছে টাকা !
Cyber Crime Awareness: জালিয়াতরা এই নকল অ্যাপের মাধ্যমে আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য তথ্য চুরি করে নেয়। আপনার ফোনে আসা ওটিপি, ব্যাঙ্কিংয়ের সমস্ত তথ্য অ্যাক্সেস করে হ্যাকাররা।
Fake Kisan Yojana App: দেশে সাইবার জালিয়াতির সংখ্যা দিনে দিনে বাড়ছে। প্রতারকরা নিত্য নতুন উপায়ে সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা লুট করছে। ভুয়ো ওয়েবসাইট, ভুয়ো লিঙ্কে ক্লিক করে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন মানুষ। তবে এবার জনপ্রিয় সরকারি স্কিমের (Kisan Yojana App) অ্যাপ নকল করে তার মাধ্যমে প্রতারণার কাণ্ড (Cyber Fraud) এল প্রকাশ্যে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নামের একটি ভুয়ো অ্যাপের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনা ধরা পড়েছে তামিলনাড়ুতে। সেই রাজ্যের পুলিশ (Tamil Nadu Police) ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। যে কেউ নিজের স্মার্টফোনে এই ভুয়ো অ্যাপ (Fake App) ডাউনলোড করলেই খালি হবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
কীভাবে প্রতারণা করা হয়
হ্যাকার এবং জালিয়াতরা এই নকল অ্যাপের মাধ্যমে আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য তথ্য চুরি করে নেয়। আপনার ফোনে আসা ওটিপি মেসেজ এবং ব্যাঙ্কিংয়ের সমস্ত তথ্য অ্যাক্সেস করে হ্যাকাররা। এছাড়া আপনার আধার নম্বর, প্যান কার্ড নম্বর এবং জন্ম তারিখের মত তথ্যও চুরি করে নেয় প্রতারকরা। এই সমস্ত তথ্য জানার পরে ইউপিআই পেমেন্টের জন্য আপনার ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে। আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়।
সরকারি প্রকল্পের অপব্যবহার
প্রতারকরা সরকারি প্রকল্পের নামে মানুষের আস্থা অর্জন করে তারপর তাদের প্রতারণা করছে। আর্থিক ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছ থেকে আধার, প্যান ও অন্যান্য তথ্য চুরি করে নিচ্ছে প্রতারকরা। তারপর ইউপিআই ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লুট করছে তারা। বহু মানুষ এই অ্যাপের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। এমনটাই জানিয়েছে তামিলনাড়ু পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। তারা আরও জানিয়েছেন যে বেআইনি এবং অনিয়ন্ত্রিত ব্যাঙ্ক লেনদেন, ইউপিআই লেনদেন, ফোন পে অ্যাপের মাধ্যমে লেনদেনের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে। নভেম্বর মাসে এর মধ্যেই ৭টি অভিযোগ দায়ের হয়েছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে যেখানে অনেকেই বলেছেন যে তাদের অনুমতি ছাড়াই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফোনপে ইউপিআই ব্যবহার করে টাকা কেটে নেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Hero Bikes: ৬০ হাজারের মধ্যেই পাবেন সস্তার এই বাইক, এক লিটার পেট্রোলে ছুটবে ৭০ কিমি