WhatsApp Features: হোয়াটসঅ্যাপে আসা ছবি 'অথেনটিক' তো? আসছে সত্যতা যাচাইয়ের নয়া ফিচার
WhatsApp: হোয়াটসঅ্যাপে অনেকসময়েই বেশ কিছু আপত্তিকর ছবি আসে। সেগুলি ইচ্ছে করে এমন ভাবেই তৈরি করা হয় যার থেকে বিতর্ক এবং বড়সড় ঝামেলা সৃষ্টির সম্ভাবনা থাকে।
WhatsApp Features: হোয়াটসঅ্যাপে (WhatsApp) একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এই নতুন ফিচারের (WhatsApp Features) লক্ষ্য হল ইউজারদের সাহায্য করা যাতে তাঁরা কোনওভাবে প্রতারিত না হন। আমাদের সকলের হোয়াটসঅ্যাপেই প্রতিদিন অসংখ্য ছবি ফরোয়ার্ড হয়। এইসব ছবির মাধ্যমে কেউ যাতে আপনার সঙ্গে প্রতারণা করতে না পারে, আপনি যাতে কোনও সমস্যা সম্মুখীন না হন, সর্বোপরি শেয়ার হওয়া এইসব ছবির সত্যতা যাতে যাচাই করে নেওয়া যায় সেই জন্যই চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার। প্রথমে বিটা টেস্টারদের ক্ষেত্রে পরীক্ষা করা হবে এই নতুন ফিচারের কার্যকারিতা। তারপর রোল আউট হবে ইউজারদের জন্য। হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি দেখার সময় অ্যাপের অপশন মেনুতেই ওই ছবির অথেনটিসিটি বা সত্যতা যাচাইয়ের পথ পেয়ে যাবেন ইউজাররা।
জানা গিয়েছে, আপাতত হোয়াটসঅ্যাপের ওয়েব মাধ্যমের জন্যই এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানের ওয়েব মাধ্যমে এই নতুন ফিচার চালু হবে, যেখানে অ্যাপের মধ্যেই ইউজাররা শেয়ার হওয়া মেসেজের সত্যতা যাচাই করতে পারবেন। অর্থাৎ কোনও ইউজার আপনাকে কোনও ছবি পাঠালে সেটি আদৌ অথেনটিক কিনা, নাকি হিংসা ছড়ানোর জন্য বা সমস্যা সৃষ্টির জন্য প্ররোচনামূলক ভাবে ওই ছবি পাঠানো হয়েছে তা স্পষ্ট করে বোঝা। অর্থাৎ এটা স্পষ্ট যে আগামী দিনে হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচার চালু হলে ইউজারদের নিরাপত্তা আরও বাড়বে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ মাধ্যমে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo, সর্বপ্রথম এই আসন্ন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে।
হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড হয়ে আসা ছবি, ভিডিও মাধ্যমে হিংসা ছড়ানোর ঘটনা এর আগেও দেখা গিয়েছে। পরবর্তীতে তদন্ত করে দেখা গিয়েছে, ওইসব ছবি কিংবা ভিডিও ভুয়ো। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। তাই সকলের নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজে আসার ছবির সত্যতা যাচাইয়ের এই ফিচার দ্রুত চালু হওয়ার সরকার রয়েছে অ্যাপে সমস্ত মাধ্যমে সব ইউজারদের জন্য। হোয়াটসঅ্যাপে অনেকসময়েই বেশ কিছু আপত্তিকর ছবি আসে। সেগুলি ইচ্ছে করে এমন ভাবেই তৈরি করা হয় যার থেকে বিতর্ক এবং বড়সড় ঝামেলা সৃষ্টির সম্ভাবনা থাকে। এইসব ফাঁদ এড়ানোর জন্যই হোয়াটসঅ্যাপ আসতে চলেছে নতুন ফিচার।
আরও পড়ুন- ভারতে রিয়েলমির নতুন ফোন কবে লঞ্চ হবে? নজর কেড়ে নেবে শক্তিশালী প্রসেসর
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।