(Source: ECI/ABP News/ABP Majha)
Whatsapp Features: হোয়াটসঅ্যাপে 'ভিউ ওয়ান্স' ইমেজ বা ভিডিওর স্ক্রিনশট নেওয়া যাবে না, টেস্টিং চালু অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে
Whatsapp View Once: এবার এই নতুন ফিচার চালু করার মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ সংস্থা ইউজারদের নিরাপত্তা আরও একটু সুদৃঢ় করতে চলেছে।
Whatsapp Features: হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স (View Once) ইমেজ বা ভিডিওর ক্ষেত্রে ইউজাররা স্ক্রিনশট (Screenshot) নিতে পারবেন না, এমনই এক ফিচার (Whatsapp Features) চালু হতে চলেছে। মেটা (Meta) অধিকৃত মেসেজিং অ্যাপ এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা আগেই শুরু করেছিল। এতদিন আইওএস ভার্সানে এই ফিচারের টেস্টিং চলেছে। এবার অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে হোয়াটসঅ্যাপের এই ফিচারের টেস্টিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপে এই ফিচার চালু হলে ভিউ ওয়ান্স ইমেজ বা ভিডিওর ক্ষেত্রে ইউজাররা আর স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন না। অনেকেই এমনটা করতেন। আর সেই জন্যই এই নতুন ফিচার চালু করতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা। মূলত ইউজাররা যাতে নিজেদের কথোপকথনের উপর আরও বেশি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন এবং হোয়াটসঅ্যাপ কনভারসেশন সুরক্ষিত থাকে সেইজন্যই এই ফিচার চালু হতে চলেছে বলে জানিয়েছেন মেটা- র প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকেরবার্গ। ইউজারদের সুবিধার জন্য এবং সুরক্ষা খাতিরে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার এই নতুন ফিচার চালু করার মধ্যে দিয়েও হোয়াটসঅ্যাপ সংস্থা ইউজারদের নিরাপত্তা আরও একটু সুদৃঢ় করতে চলেছে।
হোয়াটসঅ্যাপে আসন্ন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার
১। হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের জন্য একটি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে মেসেজিং অ্যাপ সংস্থা। এই ফিচারের নাম ‘Approve new participants’। জানা গিয়েছে, এই ফিচার চালু হলে গ্রুপ অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা আসবে। এই ফিচারের মাধ্যমে অ্যাডমিনরা সিদ্ধান্ত নিতে পারবেন যে কে বা কারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন। এর ফলে হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিনদের পক্ষে গোপনীয়তা সুনিশ্চিত করার পাশাপাশি স্প্যাম মেসেজের পরিমাণ কমানোও সম্ভব হবে।
২। সম্প্রতি শোনা গিয়েছে, ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ সংস্থা আরও একটি ফিচার লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এমন একটি ফিচার নিয়ে কাজ শুরু করেছে যার মাধ্যমে ইউজাররা নির্দিষ্ট গ্রুপে বা আসন্ন কমিউনিটির ক্ষেত্রে নিজের ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন।
৩। হোয়াটসঅ্যাপ ইউজাররা এখন কোনও গ্রুপ লিভ করতে চাইলে অর্থাৎ বেরোতে চাইলে গ্রুপে সব সদস্য তা জানতে পারেন। তবে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার আসতে চলেছে যার সাহায্যে ইউজাররা কার্যত নিঃশব্দে গ্রুপে ছেড়ে বেরিয়ে যেতে পারবেন। শুধু অ্যাডমিনরা জানতে পারবেন। অন্য সদস্যরা টের পাবেন না।
৪। আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছেন কিনা সেটা আপনার পছন্দের লোকই জানতে পারবেন। অর্থাৎ আপনি অনলাইন স্টেটাস হাইড করার সুযোগ পাবেন নির্দিষ্ট ইউজারদের ক্ষেত্রে। আপনার পছন্দের লোক জানতে পারবেন যে আপনি অনলাইন রয়েছেন। আর অপছন্দের লোক বা যাঁদের আপনি দেখাতে চান না তাঁদের কাছে আপনাদের অনলাইন স্টেটাস লুকনো থাকবে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হবে রিয়েলমি জিটি নিও ৩টি, দেখে নিন সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন