Ananda Sakal : ৫ রাজ্যের ভোট মিটতেই মহার্ঘ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস।Bangla News
৫ রাজ্যের ভোটের ফল বেরনোর ১১ দিনের মাথায় বাড়ানো হল পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এক লাফে ৫০ টাকা বেড়ে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম হল ৯৭৬ টাকা! কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে হল ১০৫ টাকা ৫১ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৮৩ পয়সা বেড়ে হল ৯০ টাকা ৬২ পয়সা
কয়লাকাণ্ডের তদন্তে ইডি’র জিজ্ঞাসাবাদের পরই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এনিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি’ও।
ইউক্রেন যুদ্ধের ২৬তম দিনেও অব্যাহত রুশ হামলা। লুহানস্কের ক্রেমিন্না শহরের একটি নার্সিংহোমে রুশ ট্যাঙ্কের হামলায় ৫৬ জন বয়স্ক আবাসিকের মৃত্যু হয়েছে। যুদ্ধের ভয়াবহতার মাঝেই সুমি শহরে একটি কেমিক্যাল প্লান্টে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর কাজ চলছে। এদিকে, রাজধানী কিভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্রের হানা। বোমাবর্ষণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের দাবি, বন্দর শহর সেভাস্তোপোলে পাল্টা হামলায় মৃত্যু হয়েছে কৃষ্ণসাগরে রুশ নৌবহরের এক সিনিয়র কম্যান্ডারের। মারিউপোলেও লাগাতার গোলাবর্ষণ চলছে। প্রাণ বাঁচাতে ধ্বংসস্তূপের মধ্যেই আশ্রয় নিচ্ছেন বহু মানুষ। আজকের মধ্যেই মারিউপোলে আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আত্মসমর্পণের প্রশ্নই নেই, পাল্টা জবাব ইউক্রেনের। রুশ হামলার মুখে মারিউপোল ছেড়ে প্রতিবেশী দেশে পালাচ্ছেন ইউক্রেনীয়রা। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত।