Budget 2024: বাজেটে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে টাকা দিয়ে খুশি রাখার চেষ্টা করল মোদি সরকার?
ABP Ananda Live: শরিক-নির্ভর সরকার। বাজেটে দরাজ নরেন্দ্র মোদি। দুই খুঁটি নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে ঢালাও টাকা দিয়ে খুশি রাখার আপ্রাণ চেষ্টা করলেন নরেন্দ্র মোদি। এর পাশাপাশি, নতুন কর কাঠামোয় বদল আনা থেকে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য়ে গুচ্ছ ঘোষণা করলেন নির্মলা সীতারমণ।
রেকর্ড গড়ে টানা সপ্তমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ। তাঁর সরকারের দুই খুঁটি নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে ঢালাও টাকা দিয়ে খুশি রাখার আপ্রাণ চেষ্টা করলেন নরেন্দ্র মোদি! আবার নতুন আয়কর কাঠামো অনুযায়ী যাঁরা ইনকাম ট্য়াক্স দেন, তাঁদের উপহার দিলেন নির্মলা সীতারমণ! তাই অনেকেই বলছেন এ বাজেট, মোদির 3N বাজেট! আর তৃতীয় N অর্থাৎ New tax regime। বাজেটে বিহারে 'বাহার'! অন্ধ্রপ্রদেশে 'অন্ধাধুন' উন্নয়ন! কিন্তু বাংলা কেন বঞ্চিত? মোদির সঙ্গে 'হাম সাথ সাথ হ্য়ায়' বলেই কি নীতীশ-নায়ডুর 'পোয়াবারো', আর বাকিরা 'দুয়োরানি'? প্রশ্ন তুলছে বিরোধীরা। রাহুল গান্ধী কটাক্ষের সুরে বলেছেন এটা 'কুর্সি বাঁচাও' বাজেট।