Farmer Insurance: বছরের প্রথম দিনেই বড় ঘোষণা, কৃষকদের জন্য ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র
PM Fasal Bima Yojana: আজ ১ জানুয়ারি বছরের প্রথম দিনে কেন্দ্র সরকার ফ্ল্যাগশিপ ফসল বিমা যোজনা স্কিমকে আরও এক বছরের জন্য বর্ধিত করল। আগামী ২০২৫-২৬ অর্থবর্ষের জন্যও এই স্কিম চালু থাকবে কৃষকদের জন্য।
Agriculture Scheme: আজ ১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে কেন্দ্র সরকার তাদের ফ্ল্যাগশিপ ফসল বিমা যোজনা স্কিমকে আরও এক বছরের জন্য বর্ধিত করল। আগামী ২০২৫-২৬ অর্থবর্ষের জন্যও এই স্কিম চালু থাকবে কৃষকদের জন্য। শুধু তাই নয়, এই স্কিমে (PM Fasal Bima Yojana) এবার ৬৯,৫১৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত এই সময়ের মেয়াদে এই টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ারসের একটি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও মন্ত্রীসভার বৈঠকে (Crop Insurance) আরও অতিরিক্ত ৮২৪ কোটি টাকার ফান্ড বরাদ্দ করেছে কেন্দ্র যাতে কৃষিক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করা যায়।
নিজের এক্স হ্যান্ডলে এদিন একটি পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'আমাদের সরকার কৃষকদের কথা চিন্তা করে নানারকম উদ্যোগ নিয়ে থাকে। আমরা আমাদের দেশের সমস্ত কৃষক ভাই-বোনেদের জন্য গর্বিত যারা দেশের প্রতিটি নাগরিকের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন। ২০২৫-এর প্রথম মন্ত্রীসভার বৈঠক সেই কৃষকদের সমৃদ্ধির জন্যই উৎসর্গ করা হল। আমি খুশি যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত সেখানে নেওয়া হয়েছে'।
এছাড়া মন্ত্রীসভার বৈঠকে এও সিদ্ধান্ত হয়েছে যে আগামী বছরেও ডিআই অ্যামোনিয়াম ফসফেট সারের উপর এককালীন বিশেষ ভর্তুকি দেওয়া হবে যাতে অনেকটা সস্তায় এই সারা পান কৃষকরা।
৬৯,৫১৫ কোটি টাকা বরাদ্দ বিমার জন্য
আজকের মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কৃষকদের সুবিধার্থে ফসল বিমা যোজনাতে আরও বরাদ্দ করা হবে ৬৯,৫১৫ কোটি টাকা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল নষ্ট হওয়া থেকে বাঁচতে কৃষকদের সাহায্য করবে এই বিমা। এই স্কিমের প্রয়োগের জন্য বড় মাপের প্রযুক্তিগত উপাদানের প্রয়োজন হয়, যার জন্য বরাদ্দ ফান্ডের নাম দেওয়া হয়েছে ফান্ড ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি। এখনও পর্যন্ত দেশে মোট ৯টি রাজ্যে এই প্রযুক্তি অবলম্বন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অসম, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, কর্ণাটক ইত্যাদি।
৩৮৫০ কোটির ফান্ড DAP সারের জন্য
DAP সারের ৫০ কেজির ব্যাগের দাম যাতে ১৩৫০ টাকাই থাকে, তাঁর জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে আরও ৩৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকরা যাতে সাশ্রয়ী মূল্যে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই সার পেতে পারেন, সেই জন্য ভর্তুকি দেবে সরকার। অন্য দেশে যেখানে এই সারের দাম ৩ হাজার টাকারও বেশি সেখানে মোদি সরকার দেশের কৃষকদের জন্য সারে ভর্তুকি চালু করেছে। এমনটাই জানান অশ্বিনী বৈষ্ণব।
আরও পড়ুন: Multibagger Penny Stocks: ৫ টাকারও কম দাম, এক বছরেই কোটিপতি বানিয়েছে এই ৪ শেয়ার