Bankura News : মানুষের ভ্রুণ নিয়ে গেল কুকুর ! বাঁকুড়ার হাসপাতালে ভয়াবহ ঘটনা
Sonamukhi Hospital News: মহিলাকে প্রসূতি বিভাগে নিয়ে যাওয়া হয়। আর এই ফাঁকেই শৌচাগার থেকে ভ্রূণটি কুকুর তুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ।
তুহিন অধিকারী : মর্মান্তিক। গা শিউরে ওঠা। এই দৃশ্য অসহনীয়। বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালের ঘটনা স্তম্ভিত করে দিয়েছে সকলকে। আবারও প্রশ্নের মুখে এ রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা। হাসপাতালের পরিকাঠামো, নিরাপত্তা, পরিচ্ছন্নতা। আরও একবার সরকারি হাসপাতালের করুণ অবস্থাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঘটনা। বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে, হাসপাতাল থেকে কুকুর নিয়ে গেল মানুষের ভ্রূণ।
পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার ৬ মাসের অন্তঃসত্ত্বার প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিনি যখন শৌচাগারে যান , তখনই অপরিণত ভ্রূণটি প্রসব করে ফেলেন। প্রসূতির পরিবারের অভিযোগ, অনেক ডাকাডাকি করা সত্ত্বেও হাসপাতালের কারও সাহায্য মেলেনি। নার্স দের খবর দেওয়া হলেও ছুটে আসা তো দূরের কথা, সময় পেরিয়ে যায়, কেউ ন্যূনতম সহানুভূতিও দেখানি বলে অভিযোগ। পরে মহিলাকে প্রসূতি বিভাগে নিয়ে যাওয়া হয়। আর এই ফাঁকেই শৌচাগার থেকে ভ্রূণটি কুকুর তুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ।
প্রসূতির এক আত্মীয়া জানালেন, রাতে তাঁরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। লেবার রুমে নিয়ে যাবার পরই ডাক্তাররা বলেন প্রস্রাব পরীক্ষা হবে। প্রস্রাব করতে গিয়ে বাচ্চাটা বাথরুমেই হয়ে যায়। তারপর লেবার রুমে নিয়ে যাওয়া হয়। লেবার রুম থেকে বলা হয়, বাচ্চাটাকে নিয়ে এস। বাচ্চাটাকে নিতে এসে তিনি দেখেন , বাচ্চাটা আর নেই।
৩ মাস আগে আর জি কর মেডিক্যালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুন হতে হয়েছে চিকিৎসককে। দিন কয়েক আগে বারাসাত মেডিক্যাল কলেজ চত্বরে ভ্যাটে মেলে মানুষের দেহাংশ। আর এবার বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে, হাসপাতাল থেকে কুকুর নিয়ে গেল মানুষের ভ্রূণ।
প্রসূতির আরেক আত্মীয় বলেন, 'বৌমাকে লেবার রুমে নিয়ে যাওয়া হল। বাচ্চা ওখানেই ছিল। বাথরুম থেকে কখন কুকুরে তুলে নিয়ে চলে যায়। আমি গেটের পাশে দাঁড়িয়ে আছি, তখন দেখছি বাচ্চাটাকে ধরে আছে। তখন মোবাইলে আমি ছবি তুলি।'
মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল। কিন্তু,সেখানে রোগী নিরাপত্তার এই হাল ! হাসপাতাল চত্বরে কুকুরে ছয়লাপ। কিন্তু তাদের এই ভয়ঙ্কর দৌরাত্ম্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।