Rampurhat Crime News: পাউডার ছেটাতেই চুলকানি! বৃদ্ধার হাত থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট
Birbhum News: গায়ে চুলকানির পাউডার দিয়ে দিন দুপুরে জনবহুল রাস্তা থেকে এক বৃদ্ধার কাছ থেকে ৬৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালালো দুই দুষ্কৃতী
ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: দিন দুপুরে ভয়াবহ ছিনতাই। বীরভূমের (Birbhum News) রামপুরহাটের ব্য়াঙ্ক রোড। দিনের ব্য়স্ত সময়ে গমগম করে এই রাস্তা। সেখানেই এক বৃদ্ধার উপর হঠাৎ হামলা করল দুষ্কৃতীরা, গায়ে কোনও পাউডার জাতীয় কিছু ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, সঙ্গে সঙ্গে তাঁর সারা শরীরে চুলকানি শুরু হয়। সেই সুযোগেই টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সোমবার দুপুরের ঘটনা।
গায়ে চুলকানির পাউডার দিয়ে দিন দুপুরে জনবহুল রাস্তা থেকে এক বৃদ্ধার কাছ থেকে ৬৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালালো দুই দুষ্কৃতী (Rampurhat Crime News)। তাদের মোটর বাইকে করে পালানোর ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের ব্যাঙ্ক রোড এলাকার একটি রাষ্ট্রায়ত্ত গ্রামীণ ব্যাঙ্কের সামনে এই ঘটনা ঘটেছে। প্রকাশ্য রাস্তার উপর ছিনতাই করেছে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ব্যাঙ্ক রোড এলাকার একটি রাষ্ট্রায়ত্ত গ্রামীণ ব্যাঙ্ক থেকে ৬৯ হাজার টাকা তুলেছিলেন তারাপীঠের পলশা গ্রামের বাসিন্দা শুভঙ্করী দাস। তিনি টাকা তুলে ব্যাঙ্ক থেকে বেরোনোর সময় তাঁর পিঠে পাউডারজাতীয় কিছু ঢেলে দেয় এক দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে তাঁর শরীরে চুলকানি শুরু হয়। তখনই ব্যাঙ্কের সামনে ফুটপাতে দাঁড়িয়ে যান ওই বৃদ্ধা। পায়ের কাছে টাকাভর্তি ব্যাগটি রেখে শরীর চুলকাতে শুরু করেন শুভঙ্করী দাস নামে ওই বৃদ্ধা। সেই সুযোগে এক দুষ্কৃতী তাঁর টাকার ব্যাগটি নিয়ে দৌড় দেয়। সামনেই ওই দুষ্কৃতীর এক সঙ্গী মোটর বাইকে অপেক্ষা করছিল। সেই বাইকের পিছনে চেপে চম্পট দেয়। বৃদ্ধা চিৎকার করতে শুরু করেন। কিন্তু ওই ছিনতাইকারীদের ধরা যায়নি।
এদিন পশ্চিম মেদিনীপুরের (Online Fraud) বেলদাতেও অনলাইনে প্রতারণার ঘটনা ঘটেছে। কুরিয়ার সংস্থার হেল্পলাইনে ফোন করায় একটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছিল অভিযোগকারী ব্য়বসায়ীকে। সেই নম্বরে ১০ টাকা পাঠাতে বলা হয়, সঙ্গে ডেলিভারি বয়ের নম্বরও পাঠানো হয়। ওই নম্বরে টাকা পাঠানোর পরে অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে যায় হাজার হাজার টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।