(Source: ECI/ABP News/ABP Majha)
Indian Railways: কামরায় থাকবে সংরক্ষণের ব্য়বস্থা, মৎস্য় ব্য়বসায়ীদের জন্য় রেফ্রিজারেটেড ট্রেন চালাবে রেল
Fish Traders: রোজ নদিয়ার গেদে ও শান্তিপুর থেকে সবজি, ফুল নিয়ে লোকাল ট্রেন আসছে শিয়ালদায়। এবার মৎস্যজীবীদের জন্য স্পেশাল ট্রেন আনতে চলেছে রেল।
ঝিলম করঞ্জাই, কলকাতা: মৎস্য ব্যবসায়ীদের জন্য এবার রেফ্রিজারেটেড ট্রেন চালু করতে চলেছে রেল (Refrigerated Trains)। মঙ্গলবার কলকাতার (Kolkata News) বেহালায় রেলের অনুষ্ঠানে গরিব কল্যাণ সম্মেলনে এমনই প্রতিশ্রুতি দিলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী জানিয়েছেন, দ্রুত সমীক্ষার পর, ২-৩ মাসের মধ্যে বিশেষ ট্রেন চলবে (Fish Traders)।
শীঘ্রই চালু হতে চলেছে পরিষেবা!
মৎস্য ব্যবসায়ী অমলেশ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর থেকে যদি স্পেশাল ট্রেন দেওয়া হয়, শুধু চিংড়ি মাছ আনার জন্য। শুধুমাত্র কৃষিজাত সামগ্রী নিয়ে যাওয়ার জন্য, গত বছর রাজ্যে কৃষক স্পেশাল চালু করে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বাংলা থেকে রেফ্রিজারেটেড ট্রেন চালানোর ব্যবস্থার কথা জানান। তিনি বলেন, "রেফ্রিজারেটেড ট্রেন চালানোর জন্য চিংড়ি চাষ যাঁরা করেন, এক ভাই অনুরোধ করেন। আমরা এবিষয়ে দ্রুত সমীক্ষা করব। আশা করছি ২-৩ মাসের মধ্যে তা চালু হবে।"
রোজ নদিয়ার গেদে ও শান্তিপুর থেকে সবজি, ফুল নিয়ে লোকাল ট্রেন আসছে শিয়ালদায়। এবার মৎস্যজীবীদের জন্য স্পেশাল ট্রেন আনতে চলেছে রেল। চলবে বিশেষ রেফ্রিজারেটেড ট্রেন। অর্থাৎ সংরক্ষণের ব্যবস্থা থাকবে ট্রেনে। মঙ্গলবার মোদি সরকারের, অষ্টম বর্ষপূর্তিতে বেহালায় গরিব কল্যাণ সম্মেলনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষদের।
আরও পড়ুন: KMC Update: একের পর এক আত্মহত্যা শহরে, এ বার পুরসভাতেই হবে মনের চিকিৎসা, ১৪৪টি ওয়ার্ডে মিলবে পরিষেবা
সেখানেই বক্তব্য রাখার সময়, মৎস্যচাষের সঙ্গে যুক্ত হুগলির এক ব্যবসায়ী রেলমন্ত্রীর কাছে আবেদন জানান, চিংড়ি নিয়ে যাওয়ার জন্য পূর্ব মেদিনীপুর থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হোক। কারণ কৃষক স্পেশাল ট্রেনে, মাছ তুলতে সমস্যার মুখে পড়তে হয়। রেলমন্ত্রী আশ্বাস দেন, মাছ নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন চালানো হবে।
স্পেশাল ট্রেন নিয়ে বাড়ছে কৌতুহল
পূর্ব মেদিনীপুরের কাঁথি, নন্দীগ্রাম, ময়নার পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী, গোসাবা, উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, হাড়োয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের মাছ ধরাই পেশা। কিন্তু, সংরক্ষণের সমস্যায়, মাছ বাইরে নিয়ে যেতে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। কৃষক স্পেশালের মতো, এবার শুধু মাছ নিয়ে যাওয়ার জন্য স্পেশাল ট্রেন কবে চলে তা নিয়েই বাড়ছে কৌতূহল।