Kolkata: বাংলার মুকুটে নয়া পালক, কুমোরটুলির কালীমূর্তি জায়গা করে নিল ব্রিটিশ মিউজিয়ামে
Kolkata News: ফাইবার গ্লাসের তৈরি এই কালী প্রতিমার অলঙ্করণ করা হয়েছে সোনার তবক দিয়ে। আজানুলম্বিত মুণ্ডমালার নীচে, কালীর পদতলে শুয়ে আছেন শিব।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: বাংলার শিল্পের মুকুটে এবার আরও এক নয়া পালক। কুমোরটুলির (Kumartuli) শিল্পীর তৈরি কালীমূর্তি (Kali Idol) এবার স্থান পেল ব্রিটিশ মিউজিয়ামে (British Museum)। ফাইবার গ্লাসের কালীমূর্তিটি তৈরি করেছেন শিল্পী কৌশিক ঘোষ (Koushik Ghosh)। গত ১৭ মে ব্রিটিশ মিউজিয়ামে মূর্তির উদ্বোধন হয়।
বাংলার কালীমূর্তি ব্রিটিশ মিউজিয়ামে
বাংলার মুকুটে আরও এক পালক। এবার কুমোরটুলির তৈরি কালীমূর্তি জায়গা করে নিল ব্রিটিশ মিউজিয়ামে। গত ১৭ মে ব্রিটিশ মিউজিয়ামে কালীমূর্তির উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমা শিল্পী কৌশিক ঘোষও।
কুমোরটুলির প্রতিমার বিদেশযাত্রা নতুন নয়। প্রতি বছরই দুর্গাপজোয় টেমসের তীরে যায় কুমোরটুলির প্রতিমা। কিন্তু এবার লন্ডনের (London) এক পুজো কমিটির (Puja Committee) উদ্যোগে ব্রিটিশ মিউজিয়ামের মতো ঐতিহ্যশালী সংগ্রহশালায় কলকাতার (Kolkata) কালী প্রতিমার জায়গা পাওয়াটা বিশেষ তাত্পর্যপূর্ণ।
প্রতিমা শিল্পী কৌশিক ঘোষের কথায়, 'ক্যামলেন বলে একটা পুজো হয় লন্ডনে, সেটা বেশ পুরনো পুজো। তারা ব্রিটিশ মিউজিয়ামের সঙ্গে কথা বলেছিল। এরপর মিউজিয়াম কর্তৃপক্ষ তারা যোগাযোগ করে। তারপরেই এটা সম্ভব হয়েছে।'
গোটা প্রক্রিয়ার কথা বলতে গিয়ে শিল্পী বলেন, 'অনেকবার ভিডিও কলে কথা হয়। প্রত্যেকটা জিনিস যেভাবে তৈরি হয়েছে প্রতি পর্যায়ে আপডেট দিতে দিতে যেতে হয়েছে। এভাবেই গোটা ব্যাপারটা সম্ভব হয়েছে।'
আরও পড়ুন: Coochbehar News: কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে বাইশটি ঘড়িয়াল শিশুর জন্ম কোচবিহারের চিড়িয়াখানায়
ফাইবার গ্লাসের তৈরি এই কালী প্রতিমার অলঙ্করণ করা হয়েছে সোনার তবক দিয়ে। আজানুলম্বিত মুণ্ডমালার নীচে, কালীর পদতলে শুয়ে আছেন শিব। ব্রিটিশ মিউজিয়ামের যে বিভাগে গ্রিসের আথেনা, মিশরের সেখমেট এর মূর্তি রয়েছে, সেখানেই থাকবে কলকাতার কালী প্রতিমা।