Panchayat Election 2023: গ্রাম বাংলা কোন দিকে ঝুঁকে ? কী উঠে আসছে জনমত সমীক্ষায় ?
Panchayat Election 2023 Update: কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।
LIVE

Background
Panchayat Election : কোন দিকে ঝুঁকে দক্ষিণ ২৪ পরগনা ?
ত্রিস্তরীয় পঞ্চায়েতের সর্বোচ্চ জেলা পরিষদের (zilla parishad) ভোটে কোন দিকে ঝুঁকে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সি ভোটারের ( C Voter) জনমত সমীক্ষা (Opinion Poll) বলছে, মোট ৮৫ আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৫৭ থেকে ৬৭-র মতো আসন। বিজেপি পেতে পারে ১৪-২০টি আসন। বাম-কংগ্রেস এবং আইএসএফ মিলে পেতে পারে ৩-৭টি আসন।
Panchayat Election 2023: জেলা পরিষদে কোন দিকে পাল্লা ভারী জলপাইগুড়িতে ?
জেলা পরিষদে (Zilla Parishad) জলপাইগুড়ির মোট আসন ২৪টি। সেখানে তৃণমূল পেতে পারে ১০ থেকে ১৪টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ৯ থেকে ১৩টি আসন। কংগ্রেস ও বাম জোটের ঝুলিতে যেতে পারে ০-২টি আসন। তেমনটাই ইঙ্গিত C Voter-র জনমত সমীক্ষায়।
Panchayat Election 2023: কোন দিকে ঝুঁকে মুর্শিদাবাদ ?
ত্রিস্তরীয় পঞ্চায়েতের সর্বোচ্চ জেলা পরিষদের (Zilla Parishda) ভোটে কোন দিকে ঝুঁকে মুর্শিদাবাদ (Murshidabad)? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সি ভোটারের ( C Voter) জনমত সমীক্ষা (Opinion Poll) বলছে, মোট ৭৮ আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৩০ থেকে ৪০-র মতো আসন। বাম-কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩৩-৪৩ টি আসন। বিজেপির ঝুলিতে পেতে পারে ২-৬টি আসন।
Panchayat Election 2023: কোন দিকে ঝুঁকে দক্ষিণ দিনাজপুর ?
জেলা পরিষদে ২১ টি আসন দক্ষিণ দিনাজপুরে। সি ভোটারের জনমত সমীক্ষা জানাচ্ছে, ১১ থেকে ১৫ টি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের দখলে। পাশাপাশি বিজেপির দখলে যেতে পারে ৫ থেকে ৯ টি আসন। বাম-কংগ্রেস জোটের দখলে শূন্য থেকে ২ টি আসন যেতে পারে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ১৮ টি আসনের মধ্যে সবকটিই গিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে। পরের বছরেই লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে হারিয়ে বালুরঘাট কেন্দ্রে জিতেছিলেন বিজেপির প্রার্থী তথা গেরুয়া শিবিরের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
Panchayat Election 2023: অনুব্রতহীন বীরভূমে কেমন হতে পারে তৃণমূলের ফল ? কী বলছে জনমত সমীক্ষার ফল ?
জেলা পরিষদে (Zilla Parishad) -বীরভূমে মোট আসন ৫২ টি। অনুব্রতহীন হলেও তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৩৩ থেকে ৪৩ টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ৮ থেকে ১৪ টি। কংগ্রেস ও বাম জোটের ঝুলিতে যেতে পারে শূন্য থেকে ৪ টি আসন। তেমনটাই ইঙ্গিত C Voter-র সমীক্ষায়। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে ৪২ টি আসনের সবকটিই গিয়েছিল ঘাসফুল শিবিরের ঝুলিতে। যা নিয়ে তৃণমূলের শীর্ষ স্তরের নেতাদের মধ্যেও শোনা গিয়েছিল আত্মসমালোচনার সুর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
