RG Kar Women's Protest Live Updates: রাজ্য জুড়ে তোলপাড়ের মধ্যেই আর জি করে সিবিআই, সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক SUCI-এর
RG Kar Doctors Death Women Protest Live: শান্তিপূর্ণ সেই আন্দোলনের মধ্যেই অশান্ত হয়ে উঠল আর জি কর মেডিক্যাল হাসপাতাল। ৩০-৩৫ জন দুষ্কৃতী মিশে তাণ্ডব চালাল হাসপাতালে।
LIVE
Background
কর্মস্থলে ধর্ষণ, খুন নৃশংস, জঘন্য এই অপরাধের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। দোষীদের কঠিন-কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র। এই ইস্য়ুতে এবার, প্রাক-স্বাধীনতার মধ্য়রাতে, বিশাল অরাজনৈতিক জমায়েতের ডাক। স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য লড়াই। কারও হাতে মশাল। কারও আবার হাতে প্ল্যাকার্ড। কেউ নেন ব্যানার। কেউ শাঁখ বাজান। কেউ বা জ্বালান মোবাইলের ফ্ল্যাশ। শ্রাবণের রাতে বৃষ্টি মাথায় নিয়ে পথে নামেন তাঁরা। নিউটাউন থেকে যাদবপুর, কলেজ স্ট্রিট থেকে রুবি, শহরজুড়ে প্রতিবাদের গর্জন। একটাই স্লোগান 'We Want Justice।'
কথা ছিল, RG কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল, জমায়েত হবে। স্বাধীনতা দিবসের আগের রাতে, ঠিক ১১.৫৫ মিনিটে। স্লোগান তোলা হয়েছিল, মেয়েরা রাত দখল করো। শুধু বাংলায় নয়, গোটা দেশে, এমনকী দেশের বাইরেও ছড়িয়ে পড়েছিল শান্তিপূর্ণ আন্দোলনের রেশ। শঙ্খধ্বনি, মোমবাতি মিছিল, প্ল্যাকার্ড, ব্যানার, হোর্ডিং - সব মিলিয়ে রাতের দখল সত্যিই নিয়েছিল আমজনতা।
তবে শান্তিপূর্ণ সেই আন্দোলনের মধ্যেই অশান্ত হয়ে উঠল আর জি কর মেডিক্যাল হাসপাতাল। ৩০-৩৫ জন দুষ্কৃতী মিশে তাণ্ডব চালাল হাসপাতালে। ভাঙা হল চেয়ার, আন্দোলনকারীদের মঞ্চ, জরুরি বিভাগের সরঞ্জাম। প্রায় মিনিট ২০ ধরে চলল তাণ্ডব। পুলিশ ও ব়্যাফ হাসপাতালের প্রসূতি বিভাবে পালিয়ে বাঁচল। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হল। পরে হামলাকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাসের শেল ছুড়ল পুলিশ। করা হল লাঠিচার্জ। দুষ্কৃতীদের সঙ্গে বাঁধল খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে চলল ইটবৃষ্টি।
আর এই পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আর জি কর হাসপাতালে গুণ্ডামি ও ভাঙচুর সব সীমা অতিক্রম করে গিয়েছে। জনপ্রতিনিধি হিসাবে আমি কলকাতা পুলিশ কমিশানারের সঙ্গে কথা বলেছি। তাঁকে বলেছি, এই হিংসার নেপথ্যে থাকা প্রত্যেককে চিহ্নিত করতে হবে। যারা দায়ী, প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। তারা রাজনৈতিকভাবে যে দলেরই সমর্থক হোক না কেন। প্রতিবাদী চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত। সরকারের থেকে অন্তত এটা তাঁরা আশা করতেই পারেন। তাঁদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বাধিকার পাওয়া উচিত।'
RG Kar Lady Doctor's Murder Live Updates: আর জি কর কাণ্ডের প্রতিবাদে কাল ১২ ঘণ্টার বাংলা বন্ধ-এর ডাক দিল SUCI
আর জি কর কাণ্ডের প্রতিবাদে কাল ১২ ঘণ্টার বাংলা বন্ধ-এর ডাক দিল SUCI। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ-এর ডাক।
RG Kar Lady Doctor's Murder Live Updates: আজ সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিল SUCI
কাল সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিল SUCI। দফা এক, দাবি এক, সবাইকে বলব কাল স্তব্ধ করে দিন বাংলা', মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কার্যত SUCI-র ধর্মঘটকে সমর্থন শুভেন্দুর
RG Kar Lady Doctor's Murder Live Updates: মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে কাল দুপুরে বিজেপির ২ ঘণ্টার 'রাস্তা রোকো'
চিকিৎসককে ধর্ষণ-খুনের পরে হাসপাতালে তাণ্ডব, আন্দোলনে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে কাল দুপুরে বিজেপির ২ ঘণ্টার 'রাস্তা রোকো'। কাল দুপুর ২টো থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধের ডাক । বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল। আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিল SUCI।
RG Kar Lady Doctor's Murder Live Updates: ২২ ঘণ্টা পার, থানায় অভিযোগই দায়ের করল না আরজি কর হাসপাতাল
মধ্যরাতে শান্তিপূর্ণ মিছিল, আর জি কর মেডিক্যালে দুষ্কৃতী তাণ্ডব। ২২ ঘণ্টা পার, থানায় অভিযোগই দায়ের করল না হাসপাতাল। অস্ত্র আইন-সহ একাধিক ধারায় ৩টি FIR দায়ের করল ৩টি থানা। ৩টি FIR দায়ের করল উল্টোডাঙা, শ্যামপুকুর, টালা থানা।
RG Kar Lady Doctor's Murder Live Updates: আর জি কর মেডিক্যালে হামলা, কোর্টে IO 'বদল'!
আর জি কর মেডিক্যালে হামলা, কোর্টে IO 'বদল'! 'এক অফিসারের উর্দি পরে কোর্টে হাজির আরেক অফিসার! শিয়ালদা কোর্টে তদন্তকারী অফিসারের পরিচয় নিয়ে তোলপাড়। 'টালা থানার তদন্তকারী অফিসারের ব্যাজ পরে হাজির অন্য অফিসার!' আইওর বদল নিয়ে এমনই দাবি অভিযুক্তদের আইনজীবীর