RG Kar Women's Protest Live Updates: রাজ্য জুড়ে তোলপাড়ের মধ্যেই আর জি করে সিবিআই, সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক SUCI-এর
RG Kar Doctors Death Women Protest Live: শান্তিপূর্ণ সেই আন্দোলনের মধ্যেই অশান্ত হয়ে উঠল আর জি কর মেডিক্যাল হাসপাতাল। ৩০-৩৫ জন দুষ্কৃতী মিশে তাণ্ডব চালাল হাসপাতালে।
LIVE
Background
RG Kar Lady Doctor's Murder Live Updates: আর জি কর কাণ্ডের প্রতিবাদে কাল ১২ ঘণ্টার বাংলা বন্ধ-এর ডাক দিল SUCI
আর জি কর কাণ্ডের প্রতিবাদে কাল ১২ ঘণ্টার বাংলা বন্ধ-এর ডাক দিল SUCI। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ-এর ডাক।
RG Kar Lady Doctor's Murder Live Updates: আজ সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিল SUCI
কাল সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিল SUCI। দফা এক, দাবি এক, সবাইকে বলব কাল স্তব্ধ করে দিন বাংলা', মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কার্যত SUCI-র ধর্মঘটকে সমর্থন শুভেন্দুর
RG Kar Lady Doctor's Murder Live Updates: মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে কাল দুপুরে বিজেপির ২ ঘণ্টার 'রাস্তা রোকো'
চিকিৎসককে ধর্ষণ-খুনের পরে হাসপাতালে তাণ্ডব, আন্দোলনে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে কাল দুপুরে বিজেপির ২ ঘণ্টার 'রাস্তা রোকো'। কাল দুপুর ২টো থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধের ডাক । বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল। আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিল SUCI।
RG Kar Lady Doctor's Murder Live Updates: ২২ ঘণ্টা পার, থানায় অভিযোগই দায়ের করল না আরজি কর হাসপাতাল
মধ্যরাতে শান্তিপূর্ণ মিছিল, আর জি কর মেডিক্যালে দুষ্কৃতী তাণ্ডব। ২২ ঘণ্টা পার, থানায় অভিযোগই দায়ের করল না হাসপাতাল। অস্ত্র আইন-সহ একাধিক ধারায় ৩টি FIR দায়ের করল ৩টি থানা। ৩টি FIR দায়ের করল উল্টোডাঙা, শ্যামপুকুর, টালা থানা।
RG Kar Lady Doctor's Murder Live Updates: আর জি কর মেডিক্যালে হামলা, কোর্টে IO 'বদল'!
আর জি কর মেডিক্যালে হামলা, কোর্টে IO 'বদল'! 'এক অফিসারের উর্দি পরে কোর্টে হাজির আরেক অফিসার! শিয়ালদা কোর্টে তদন্তকারী অফিসারের পরিচয় নিয়ে তোলপাড়। 'টালা থানার তদন্তকারী অফিসারের ব্যাজ পরে হাজির অন্য অফিসার!' আইওর বদল নিয়ে এমনই দাবি অভিযুক্তদের আইনজীবীর