Water Polution: বিভিন্ন কারখানার বর্জ্য থেকে নর্দমার জল, সবই মিশছে গঙ্গায়, দূষণ রুখতে পরিবেশ আদালতের দ্বারস্থ হবেন পরিবেশকর্মী
কোথাও গঙ্গায় মিশছে নর্দমার জল, কোথাও মিশছে কলকারখানার বর্জ্য, ক্ষতিকারক রাসায়নিক। কোথাও আবার গঙ্গা থেকে পেলোডারে তুলে নেওয়া হচ্ছে মাটি!
রুমা পাল, কলকাতা: বিভিন্ন কারখানার বর্জ্য, নর্দমার জল গঙ্গায় মিশে দূষণ ছড়াচ্ছে। হাওড়ার কলেজ ঘাট থেকে শুরু করে কলকাতায় গঙ্গার বিভিন্ন পাড় লঞ্চে করে ঘুরে দেখলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। গঙ্গা দূষণ রুখতে ফের পরিবেশ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।
এক দিকে কলকাতা, আরেক দিকে হাওড়া। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ব্যস্ততা। সঙ্গে বেড়েছে দূষণের বিষ। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। গঙ্গা অ্যাকশন প্ল্যান। নির্মল গঙ্গা অভিযান। দূষণ রুখতে নেওয়া হয়েছে এরকম নানা প্রকল্প। কিন্তু দূষণ রোধে এই সব পরিকল্পনা আদৌ কি কাজে এসেছে? কলকাতার পাশ দিয়ে বয়ে চলা গঙ্গা কেমন আছে? এই ছবিগুলো দেখলে শিউরে উঠতে হয়।
কোথাও গঙ্গায় মিশছে নর্দমার জল, কোথাও মিশছে কলকারখানার বর্জ্য, ক্ষতিকারক রাসায়নিক। কোথাও আবার গঙ্গা থেকে পেলোডারে তুলে নেওয়া হচ্ছে মাটি! পরিবেশকর্মী সুভাষ দত্ত বলছেন, গঙ্গাকে কেন্দ্র করে এত কিছু গড়ে উঠেছে। তারপর গঙ্গা এভাবে দূষিত হচ্ছে। আবার দিল্লির পরিবেশ আদালতে যাব। হাইকোর্টের রায়গুলিও নিয়ে যাব।
গঙ্গা দূষণ রুখতে এ রকম নানা প্রকল্প নেওয়া হয়েছে। তার পর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে৷ দূষণ রোধে এই সব পরিকল্পনা আদৌ কি কোনও কাজে এসেছে? এই ছবি ফের একবার সেই প্রশ্নই তুলে দিল।