East Burdwan News: ভূতুড়ে কাণ্ড! ছাত্রদের ট্যাবের ঢাকা ঢুকল অন্যের অ্যাকাউন্টে
Burdwan C.M.S High School: ছাত্রদের ট্যাব কেনার টাকা গিয়ে ঢুকেছে অন্য আকাউন্টে। যা নিয়ে চিন্তায় রয়েছেন বর্ধমানের সিএমএস হাই স্কুলের পড়ুয়ারা
কমলকৃষ্ণ দে, বর্ধমান: ছাত্রদের অ্যাকাউন্টের জায়গায় অন্য অ্যাকাউন্টে ঢুকল ট্যাব কেনার টাকা। এহেন ভূতুড়ে কাণ্ডের জেরে শোরগোল বর্ধমানের সিএমএস হাই স্কুলে (Burdwan C.M.S High School)। যার ফলে হতাশ পড়ুয়ারা। এই ঘটনার কথা সামনে আসতেই শিক্ষা দফতরের পাশাপাশি সাইবার থানার দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ।
রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। সেই জন্য পুজোর ছুটি পড়ার আগেই স্কুলের পক্ষ থেকে ছাত্রদের ডিটেলস পোর্টালে আপলোড করা হয়।
এবছর সিএমএস হাই স্কুল থেকে ৪১২ জন পড়ুয়ার জন্য ট্যাবের আবেদন করা হয় বলে জানান স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায়। কিন্তু স্কুলের ৪১২ জনের মধ্যে ২৮ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। এই নিয়ে গত ২১ ও ২২ অক্টোবর দু-দিনে ফোন করে স্কুলের প্রায় ১৭ জন পড়ুয়া অভিযোগ জানায় যে তাদের অ্যাকাউন্টে ট্যাবের জন্য দেওয়া ১০ হাজার টাকা ঢোকেনি।
এরপরই স্কুলের পক্ষ থেকে গোটা বিষয়টি জানানো হয় ডিআই,অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) ও ডিপিও-কে।পাশাপাশি ডিআইয়ের পরামর্শ মতো পুলিশের সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়।
প্রধান শিক্ষক আরও জানান,স্কুলের পক্ষ থেকে ২৮ জন পড়ুয়াকে ব্যাঙ্কে গিয়ে খোঁজ খবর নিতে বলা হয়। ব্যাঙ্কে গিয়ে পড়ুয়ারা জানতে পারে তাদের অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে।
প্রধান শিক্ষক মিন্টু রায় দাবি করেন,স্কুলের তরফে কোনও গণ্ডগোল নেই। প্রত্যেক পড়ুয়ার ব্যাঙ্কে কে ওয়াই সি একেবারে আপডেট আছে। সুতরাং স্কুলের কোনও ভুল বা ত্রুটি নেই।
একাদশ শ্রেণীর পড়ুয়া জুনেদ চৌধুরী ও সুদীপ্ত ধীবররা বলে, "এখন জানি না টাকা পাবো কিনা? ট্যাবের জন্য টাকা না মেলায় আমরা ট্যাব কিনতে পারছি না।"
এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই উদ্বেগ দেখা দিয়েছে যে ছাত্রদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেই সমস্ত অভিভাবকদের। কীভাবে এই সমস্যার সমাধান হবেই সেই চিন্তাতেই রয়েছেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।