WB HS Results 2023: একসঙ্গে পড়াশোনা, এক স্কুল! মেধাতালিকাতেও একসঙ্গে ভাই-বোন
Hooghly News:একজন সারা রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছেন, আর একজন সারা রাজ্যের মধ্যে সপ্তম।
কলকাতা: একজন পঞ্চম, একজন সপ্তম। উচ্চ মাধ্যমিকের ফল হাতে পেতেই এই পরিবারে খুশির পরিমাণ দ্বিগুণ। হুগলির আরামবাগের কাপশিটের কুণ্ডু পরিবার। এই বছর এই পরিবারের দুই সন্তান উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। ফল বেরতে দেখা গেল দুইজনেরই নাম উঠেছে মেধাতালিকায়। একজন সারা রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছেন, আর একজন সারা রাজ্যের মধ্যে সপ্তম।
কৌস্তুভ কুণ্ডু ও কৌশিকী কুণ্ডু সম্পর্কে জেঠতুতো-খুড়তুতো ভাই-বোন। দুজনের মধ্যে বয়সের তফাৎ মাত্র ৬ মাস। দুজনেই হুগলির আরামবাগের কাপশিট হাইস্কুলের পড়ুয়া। দুই ভাই বোনের মধ্যে নম্বরের তফাৎ খুব সামান্য। ৪৯২ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে রাজ্যে যৌথ পঞ্চম স্থানে রয়েছেন আরামবাগের কাপসিট হাইস্কুলের কৌস্তুভ কুণ্ডু। আর তাঁর থেকে মাত্র ২ নম্বর কম পেয়ে সপ্তম হয়েছেন একই স্কুলের পড়ুয়া তাঁর বোন, কৌশিকী।
দুজনের স্বপ্নও এক। দুজনেরই চান ইঞ্জিনিয়ার হতে। একই স্কুল থেকে মেধাতালিকায় স্থান দখল করে পরিবারের মুখ উজ্জ্বল করেছে ভাইবোন। কৌস্তুভের মা কৃত্তিকা কুণ্ডু বলেন, 'আনন্দের বিষয় যে দুজনেই মেধাতালিকায় রয়েছে। একসঙ্গে পড়াশোনা করত। এক শিক্ষকের কাছেও পড়ত। এটা বড় পাওনা।'
একই পরিবারের দুই সন্তান একসঙ্গে পরীক্ষা দিয়ে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। এই ঘটনা কিন্তু প্রথম নয়। এই বছরেই মাধ্যমিকেও এমন ফল দেখা গিয়েছিল। এই বছরেই ৬৮৯ নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে চতুর্থ হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অনীশ বারুই। ৬৮৭ নম্বর পেয়েছে তাঁর যমজ ভাই অনীক।
এ বছর পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। সফল পরীক্ষার ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাসের হার ৮৯.২৫ শতাংশ। ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী। গতবছর এই সংখ্যাটা ছিল ৫ লক্ষ ৭০ হাজার। ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র মাত্র ৫২ হাজার ৮৭৮। এ বছর উচ্চমাধ্যমিকে আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। পাসের হার ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন। ৮০ শতাংশ বা তার বেশি পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৫২ হাজার ৮৭৮। ২০১৯ সালে উচ্চ মাধ্যমিকে পাশের হারে কলকাতা ছিল ২ নম্বরে। ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। ২০২২ সালে পাসের হারে কলকাতা ১৩ নম্বরে। ২০২৩ সালে পাসের হারে কলকাতা ১০ নম্বরে। শুধু তাই নয়, ১১টি জেলায় পাসের হার ৯০ শতাংশ বা তার বেশি।
আরও পড়ুন: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?