West Bengal Live Blog: ভারতের বিরুদ্ধে কট্টরপন্থীদের লাগাতার যুদ্ধ-যুদ্ধ জিগির, এবার সামিল ইউনূস সরকারও
West Bengal News Live Blog: একমাসের বেশি জেলে সন্ন্যাসী, বাংলাদেশের বিচারকদের ভারত সফর বাতিল!
LIVE

Background
Bangladesh News: বাংলাদেশে অশান্ত পরিস্থিতি ব্যাপকভাবে আঘাত করেছে সেদেশের পোশাক শিল্পকে
বাংলাদেশে অশান্ত পরিস্থিতি ব্যাপকভাবে আঘাত করেছে সেদেশের পোশাক শিল্পকে। ভারতীয় পোশাক শিল্পের সঙ্গে জড়িত উদ্যোগপতিরা মনে করছেন, ঢাকার বর্তমান পরিস্থিতি, কলকাতার জন্য এখন এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
District News: ব্যবসায়ীর থেকে দাবি মতো তোলা না মেলায় আমডাঙায় বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে
ব্যবসায়ীর থেকে দাবি মতো তোলা না মেলায় আমডাঙায় বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ী নিজেও একজন তৃণমূল কর্মী বলে দাবি করেছে তাঁর পরিবার। বিজেপির কটাক্ষ ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিষয়টি জানা নেই বলে এড়িয়ে গিয়েছেন আমডাঙার তৃণমূল বিধায়ক।
West Bengal News: মমতা বন্দ্যোপাধ্যায়কে 'কংগ্রেস থেকে বহিষ্কার' করা নিয়ে আক্ষেপের সুর!
১৯৯৭ সালে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। শনিবার একটি অনুষ্ঠানে তা নিয়েই আক্ষেপের সুর শোনা গেল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের গলায়। যদিও তাঁর এই বক্তব্য়ে একদমই সহমত নন কট্টর মমতা বন্দ্যোপাধ্য়ায় বিরোধী বলে পরিচিত অধীর চৌধুরী। এদিকে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কৃতিত্বকে কুর্নিশ জানাতে গিয়ে সুভাষচন্দ্র বসুকে টেনে আনলেন কুণাল ঘোষ। প্রদীপ ভট্টাচার্যকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
Weather Update: কুয়াশার চাদরে মোড়া দিল্লি, রাজধানীতে শৈত্য প্রবাহ
কুয়াশার চাদরে মোড়া দিল্লি। রাজধানীতে শৈত্য প্রবাহ। বিমান ও ট্রেন চলাচল ব্যাহত। উড়ান চালু থাকলেও, বিমান ওঠানামায় দেরি হচ্ছে। দিল্লিতে পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি, বেড়েছে দূষণের মাত্রা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, আজ সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৭৭। উত্তরপ্রদেশের লখনউয়ে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। চণ্ডীগড়ে ৯, জম্মু কাশ্মীরের তাপমাত্রা মাইনাসের নীচে।
RG Kar News: আর জি কর-কাণ্ডে CBI-এবং প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে প্রতিবাদ সভা
আর জি কর-কাণ্ডে CBI-এবং প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে বেহালার শখের বাজারে প্রতিবাদ সভার আয়োজন করল তিলোত্তমা নাগরিক অধিকার রক্ষা কমিটি। পাশাপাশি, এদিন শখের বাজার থেকে একটি মিছিল করা হয়। উপস্থিত ছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, চিকিৎসক বিপ্লব চন্দ্র সহ সাধারণ মানুষ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
