West Bengal Live Blog: ভারতের বিরুদ্ধে কট্টরপন্থীদের লাগাতার যুদ্ধ-যুদ্ধ জিগির, এবার সামিল ইউনূস সরকারও
West Bengal News Live Blog: একমাসের বেশি জেলে সন্ন্যাসী, বাংলাদেশের বিচারকদের ভারত সফর বাতিল!
LIVE
Background
কলকাতা: লাগাতার হিন্দু-নিপীড়নের মধ্যেই ফের বাংলাদেশের যুদ্ধ-জিগির! স্বাধীনতার ইতিহাস ভুলে আরও বিশ্বাসঘাতক বাংলাদেশ! কট্টরপন্থীদের যুদ্ধ-যুদ্ধ হুঙ্কারের মধ্যেই যুদ্ধের মহড়া! যুদ্ধের জন্য তৈরি থাকার হুঙ্কার শান্তিতে নোবেল প্রাপক ইউনূসের! দ্বিপাক্ষিক সম্পর্কে অস্থিরতার মধ্যেই ট্যাঙ্ক, কামান, যুদ্ধবিমান নিয়ে মহড়া! ভারতকে বার্তা দিতেই কি হঠাৎ সমরাস্ত্রের শক্তি প্রদর্শন বাংলাদেশের? নেপথ্যে পাকিস্তান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারেও যুদ্ধের আস্ফালন! মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে ভারত এখন বাংলাদেশের শত্রু, পাকিস্তান বন্ধু! যাদের বলিদানে স্বাধীনতা, সেই ভারতকেই ফের আক্রমণে কট্টরপন্থীরা! 'পাকিস্তানের হাত থেকে সেভেন সিস্টার বাঁচাতেই বাংলাদেশকে সাহায্য', কৃতজ্ঞতা ভুলে ভারতকেই স্বার্থপর বলে আক্রমণে কট্টরপন্থীরা!
একমাসের বেশি জেলে সন্ন্যাসী, বাংলাদেশের বিচারকদের ভারত সফর বাতিল! ইতিহাস ভুলেছে বাংলাদেশ, ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ইউনূস সরকার। প্রশিক্ষণের জন্য বাংলাদেশের ৫০ বিচারকদের ভারত সফর শেষমুহূর্তে বাতিল! ভোপালে জুডিশিয়াল অ্যাকাডেমিতে আসছেন না বাংলাদেশি বিচারকরা। আগে অনুমতি দিয়েও হঠাৎ বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার। বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার বাংলাদেশের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রকের।
সামরিক দিক থেকে ধারেভারে ভারত-বাংলাদেশের কোনও তুলনাই হয়না! ভারতীয় সেনাবাহিনীতে অফিসার-জওয়ান সহ সক্রিয় সদস্য়ের সংখ্য়া ১৪ লক্ষ ৫৫ হাজার। সেখানে বাংলাদেশের মাত্র ১ লক্ষ ৬৩ হাজার। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী, ভারতের কাছে মোট ২ হাজার ২৯৬টি এয়ারক্রাফট আছে। সেখানে বাংলাদেশের ২১৬টি। ভারতের কাছে যুদ্ধবিমান আছে ৬০৬টি....বাংলাদেশের মাত্র ৪৪। ভারতের কাছে ট্রান্সপোর্ট বিমান আছে ২৬৪টি। বাংলাদেশের ১৬টি।ভারতীয় বাহিনীর কাছে হেলিকপ্টার আছে ৮৬৯টি। বাংলাদেশের কাছে ৭৩টি। ভারতের অ্য়াটাক হেলিকপ্টারের সংখ্য়া ৪০। বাংলাদেশের একটিও নেই। ভারতের এরিয়াল ট্য়াঙ্কারের সংখ্য়া ৬। বাংলাদেশের একটিও নেই। ভারতের ট্য়াঙ্কের সংখ্য়া ৪ হাজার ৬১৪। বাংলাদেশের ৩২০। ভারতের আর্মার্ড ভেহিকেলের সংখ্য়া ১ লক্ষ ৫১ হাজার ২৪৮টি। বাংলাদেশের মাত্র ১৩ হাজার ১০০টি। ভারতের সেল্ফ প্রপেলড আর্টিলারির সংখ্য়া ১৪০টি। বাংলাদেশের ২৭। ভারতের টোড আর্টিলারির সংখ্য়া ৩ হাজার ২৪৩। বাংলাদেশের ৪৩৭। ভারতের মোবাইল রকেট প্রজেক্টরস আছে ৭০২টি। বাংলাদেশের ৭১টি। ভারতীয় নৌবাহিনীর ফ্লিটের সংখ্য়া ২৯৪। বাংলাদেশের ১১৭। ভারতের বিমানবাহী যুদ্ধজাহাজ আছে ২টি। বাংলাদেশের ১টিও নেই। ভারতের পারমাণবিক সাবমেরিন আছে ২টি। বাংলাদেশের ১টিও নেই। ভারতের মোট সাবমেরিনের সংখ্য়া ১৮। বাংলাদেশেক মাত্র ২টি। ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার আছে ১২টি। বাংলাদেশের ১টিও নেই। ভারতীয় নৌবাহিনীতে ফ্রিগেটের সংখ্য়া ১২। বাংলাদেশের ৭।ভারতীয় নৌবাহিনীতে করভেটের সংখ্য়া ১৮। বাংলাদেশের ৬। ভারত পরমাণুশক্তিধর দেশ। বাংলাদেশ এখনও সেই ক্ষমতা অর্জন করে উঠতে পারেনি।
Bangladesh News: বাংলাদেশে অশান্ত পরিস্থিতি ব্যাপকভাবে আঘাত করেছে সেদেশের পোশাক শিল্পকে
বাংলাদেশে অশান্ত পরিস্থিতি ব্যাপকভাবে আঘাত করেছে সেদেশের পোশাক শিল্পকে। ভারতীয় পোশাক শিল্পের সঙ্গে জড়িত উদ্যোগপতিরা মনে করছেন, ঢাকার বর্তমান পরিস্থিতি, কলকাতার জন্য এখন এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
District News: ব্যবসায়ীর থেকে দাবি মতো তোলা না মেলায় আমডাঙায় বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে
ব্যবসায়ীর থেকে দাবি মতো তোলা না মেলায় আমডাঙায় বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ী নিজেও একজন তৃণমূল কর্মী বলে দাবি করেছে তাঁর পরিবার। বিজেপির কটাক্ষ ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিষয়টি জানা নেই বলে এড়িয়ে গিয়েছেন আমডাঙার তৃণমূল বিধায়ক।
West Bengal News: মমতা বন্দ্যোপাধ্যায়কে 'কংগ্রেস থেকে বহিষ্কার' করা নিয়ে আক্ষেপের সুর!
১৯৯৭ সালে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। শনিবার একটি অনুষ্ঠানে তা নিয়েই আক্ষেপের সুর শোনা গেল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের গলায়। যদিও তাঁর এই বক্তব্য়ে একদমই সহমত নন কট্টর মমতা বন্দ্যোপাধ্য়ায় বিরোধী বলে পরিচিত অধীর চৌধুরী। এদিকে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কৃতিত্বকে কুর্নিশ জানাতে গিয়ে সুভাষচন্দ্র বসুকে টেনে আনলেন কুণাল ঘোষ। প্রদীপ ভট্টাচার্যকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
Weather Update: কুয়াশার চাদরে মোড়া দিল্লি, রাজধানীতে শৈত্য প্রবাহ
কুয়াশার চাদরে মোড়া দিল্লি। রাজধানীতে শৈত্য প্রবাহ। বিমান ও ট্রেন চলাচল ব্যাহত। উড়ান চালু থাকলেও, বিমান ওঠানামায় দেরি হচ্ছে। দিল্লিতে পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি, বেড়েছে দূষণের মাত্রা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, আজ সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৭৭। উত্তরপ্রদেশের লখনউয়ে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। চণ্ডীগড়ে ৯, জম্মু কাশ্মীরের তাপমাত্রা মাইনাসের নীচে।
RG Kar News: আর জি কর-কাণ্ডে CBI-এবং প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে প্রতিবাদ সভা
আর জি কর-কাণ্ডে CBI-এবং প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে বেহালার শখের বাজারে প্রতিবাদ সভার আয়োজন করল তিলোত্তমা নাগরিক অধিকার রক্ষা কমিটি। পাশাপাশি, এদিন শখের বাজার থেকে একটি মিছিল করা হয়। উপস্থিত ছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, চিকিৎসক বিপ্লব চন্দ্র সহ সাধারণ মানুষ।