CLAT 2025: আগামীকাল থেকে শুরু CLAT 2025-র রেজিস্ট্রেশন, অনলাইনে কীভাবে আবেদন?
Education News: আগামী ১ ডিসেম্বর এই পরীক্ষা হবে। অফলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। দেশের ২২টি আইন বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পরার জন্য এই প্রবেশিকা দিতে হয়।
কলকাতা: আগামীকাল, সোমবার থেকে শুরু হচ্ছে কমন ল অ্যাডমিশন টেস্ট বা ক্ল্যাটের রেজিস্ট্রেশন। CLAT ২০২৫- এর জন্য এই রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। রেজিস্ট্রেশনের শেষ দিন ১৫ অক্টোবর। consortiumofnlus.ac.in এই ওয়েবসাইটে গিয়ে করা যাবে আবেদন।
আবেদনের খুঁটিনাটি
আগামী ১ ডিসেম্বর এই পরীক্ষা হবে। অফলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। দেশের ২২টি আইন বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পরার জন্য এই প্রবেশিকা দিতে হয়। স্নাতক স্তরের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস করতে হবে সংশ্লিষ্ট আবেদনকারীকে। পেতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর। সংরক্ষিত শ্রেণীর জন্য তা হল ৪০ শতাংশ। স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারীকে LLB ডিগ্রি থাকতে হবে। পেতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। সংরক্ষিত শ্রেণীর জন্য তা হল ৪৫ শতাংশ। তবে এক্ষেত্রে নেই কোনও বয়সের সময়সীমা।
কোন কোন নথি প্রয়োজন?
সাম্প্রতিক সময়ে তোলা একটা পাসপোর্ট সাইজ ফটো, সই, ক্যাটেগরি সার্টিফিকেট (যদি থাকে), বিশেষ সক্ষম সার্টিফিকেট (যদি থাকে), ডমিসাইল সার্টিফিকেট (যদি থাকে) প্রয়োজন রেজিস্ট্রার করার জন্য।
কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
- প্রথমে consortiumofnlus.ac.in সাইটে যেতে হবে।
- প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর OTP দিতে হবে।
- আপলোড করতে হবে সব নথি।
- এরপর দিতে হবে অ্যাপ্লিকেশন ফি।
- সবশেষে সাবমিটে ক্লিক করতে হবে। ওই পেজটা প্রিন্ট করিয়ে নিতে হবে।
স্নাতক স্তরে এই পরীক্ষার ক্ষেত্রে ১২০টি প্রশ্নের উত্তর দিতে হয়। ইংরেজি ভাষা, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞান, লিগাল রিজিওনিং, লজিক্যাল রিজিওনিং, কোয়ান্টিটেটিভ টেকনিক, -এর মতো পাঁচ ভাগে ভাগ করা হয়। উত্তর লেখার জন্য দু ঘণ্টা সময় পাওয়া যাবে। ২০২৪ সালে ১০০ পার্সেন্টাইল পেয়ে প্রথম হয়েছিলেন রাজস্থানের এক পরীক্ষার্থী। তারপর দ্বিতীয় স্থানে ৯৯.৯৯ পার্সেন্টাইল পেয়ে ছিলেন ৬ জন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WBCHSE: দু'দফায় একাদশের পরীক্ষা, সেমিস্টারের রুটিন প্রকাশ সংসদের
Education Loan Information:
Calculate Education Loan EMI