HS Exam Suggestion 2022 : এবার উচ্চমাধ্যমিকে ইতিহাসে কোন কোন রচনাধর্মী প্রশ্ন গুরুত্বপূর্ণ? কী কী Must Read
ইতিহাসের বিশাল সিলেবাস দেখে কি বুক ধুকপুক? কোনটা বেশি জোর দিয়ে পড়বে, ভেবে পাচ্ছো না? তোমাদের কাজ সহজ করতে পরামর্শ দিচ্ছেন শিক্ষিকা প্রাপ্তি সেনগুপ্ত
![HS Exam Suggestion 2022 : এবার উচ্চমাধ্যমিকে ইতিহাসে কোন কোন রচনাধর্মী প্রশ্ন গুরুত্বপূর্ণ? কী কী Must Read Higher Secondary Exam 2022 Paper History Last Minute Suggestion and How To Prepare HS Exam Suggestion 2022 : এবার উচ্চমাধ্যমিকে ইতিহাসে কোন কোন রচনাধর্মী প্রশ্ন গুরুত্বপূর্ণ? কী কী Must Read](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/24/6742223fcc992a6263e1b6d2b3240298_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Uccha Madhyamik suggestion 2022 : এসে গেল উচ্চমাধ্যমিক। সূচিবদল হয়েছে সম্প্রতি ভোটের জন্য। তবে প্রস্তুতিতে তার প্রভাব পড়তে দিলে চলবে না । গত দুবছরে স্কুলের সাথে সরাসরি যোগাযোগ ছিল না পড়ুয়াদের। তবে অনলাইনে পড়াশোনা চলেছে। এতদিন পরে স্বাভাবিক হচ্ছে জীবন। যাদের ইতিহাস রয়েছে, তারা কীভাবে প্রস্তুত হবে, সে বিষয়ে বিস্তারিত লিখলেন প্রাপ্তি সেনগুপ্ত ( অ্যাসিস্ট্যান্ট টিচার, কাঁচরাপাড়া সারদা দেবী উচ্চ বালিকা বিদ্যালয় )
সারাবছরের অনলাইন পড়াশুনাকে শেষ মুহূর্তে ঝালিয়ে নেওয়াটা জন্য এই চটজলদি সাজেশন ( Higher Secondary Suggestions )
- উচ্চমাধ্যমিকে ( uccha madhyamik routine 2022) ১০০ নম্বর পরীক্ষার মধ্যে ২০ নম্বর প্রোজেক্টের জন্য বরাদ্দ।
- বাকি ৮০ নম্বরে হবে লেখা পরীক্ষা।
এবারে উচ্চমাধ্যমিকের পরিবর্তিত সিলেবাসে যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলি হল :
- প্রথম অধ্যায়- অতীত স্মরণ
- তৃতীয় অধ্যায়- ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতিঃ নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য
- চতুর্থ অধ্যায়- সম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া
- পঞ্চম অধ্যায়- ঔপনিবেশিক ভারতের শাসন
- ষষ্ঠ অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ
- দ্বিতীয়, সপ্তম এবং অষ্টম অধ্যায় এবার সিলেবাসে নেই।
প্রশ্ন ও নম্বরের ভাগ
- ৮০ নম্বরের মধ্যে ২৪ নম্বর থাকবে বহুবিকল্পভিত্তিক প্রশ্ন বা MCQ। এই বিভাগের প্রশ্নের জন্য কোনো অথবা বা বিকল্প নেই। প্রতিটি প্রশ্নের মান ১।
- পরবর্তী বিভাগে ১৬টি প্রশ্নের উত্তর দতে হয়। এগুলি সবই অল্প কথায় উত্তর দেওয়ার প্রশ্ন। যার চলতি নাম SAQ।প্রতিটি প্রশ্নের মান ১।
- বাকি 40 নম্বর হল রচনাধর্মী প্রশ্ন। এতে তোমাদের মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 (আট)।
- রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে অথবা থাকবে। প্রথম তিনটি চ্যাপ্টার অর্থাৎ অতীত স্মরণ, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া থেকে চারটি প্রশ্নের মধ্যে তিনটি করতে হবে আর ঔপনিবেশিক ভারতের শাসন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ এই দুটির চ্যাপ্টার থেকে তিনটি প্রশ্নের মধ্যে দুটো করতে হবে।
রচনাধর্মী প্রশ্নের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন
১.অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো ৷
২.নানকিং ও তিয়েনসিনের সন্ধির শর্তগুলো আলোচনা করো ৷
৩.ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো ৷
৪.বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো ৷
৫. রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল এবং গান্ধিজি কেন এই আইনের বিরোধিতা করেন?
৬.ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ চন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো ৷
৭.মিউজিয়াম বা জাদুঘর এর কার্যাবলী আলোচনা করো/মিউজিয়াম এর প্রকারভেদ আলোচনা করো ৷
৮.ভারতের রেলপথ প্রবর্তন এর উদ্দেশ্য ফলাফল আলোচনা করো ৷
৯.ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো ৷
১০.সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো ৷
১১.১৯৪৬ সালে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো।
১২. ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ কেমন ছিল লেখ।
১৩.স্যার সৈয়দ আহমেদ এর নেতৃত্বে আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা কর
১৪.পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদার ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসের পার্থক্য আলোচনা করো
১৫.ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত আন্দোলনের কারণ আলোচনা করো
১৬. হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করো
১৭.জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের প্রেক্ষাপট আলোচনা করো এবং এর গুরুত্ব আলোচনা করো
১৮. পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো
১৯.৪ ঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো
২০.সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান
২১. চীনের ওপর আরোপিত অসম চুক্তি গুলি সম্পর্কে আলোচনা করো
২২.ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি গুলি সম্পর্কে আলোচনা করো
২৩. মর্লে- মিন্টো(১৯০৯ খ্রি.) শাসন সংস্কার
২৪. মন্টেগু-চেমসফোর্ড(১৯১৯ খ্রি.) শাসন সংস্কার
২৫. ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)