Lok Sabha Election 2024 Phase 3 Voting Live: পুলিশি আশ্বাসে ভোট দিতে গিয়েও জুটল মার ! মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আক্রান্ত কংগ্রেস কর্মী
WB Lok Sabha Election 2024: তৃতীয় দফায় ভোটগ্রহণ রাজ্যের চার কেন্দ্রে, জানুন প্রতি মুহূর্তের আপডেট।
LIVE
Background
আজ তৃতীয় দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। আজ বাংলার ৪ কেন্দ্রে ভোটগ্রহণ। ভোটগ্রহণ মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে।
বুথেই ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৩৩১ কোম্পানি কিউআরটি মোতায়েন। (Lok Sabha Election 2024 Phase 3 Voting Live)
মুর্শিদাবাদে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ১১৩ কোম্পানি কিউআরটি রয়েছে। মালদায় মোতায়েন ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৪৩ কোম্পানি কিউআরটি। জঙ্গিপুরে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬৩ কোম্পানি কিউআরটি মোতায়েন রয়েছে। (Bengal Lok Sabha Election 2024 Live)
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্য পড়ছে মুর্শিদাবাদ, ভগবানগোলা, রানিনগর, ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া ও করিমপুর, এই ৭টি বিধানসভা।
মুর্শিদাবাদে ত্রিমুখী লড়াইয়ে রয়েছেন সিপিএমের প্রার্থী ও দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ আবু তাহের খান ও বিজেপির প্রার্থী মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ।
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল খড়গ্রাম, নবগ্রাম, সাগরদিঘি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি ও লালগোলা। জঙ্গিপুর লোকসভাতেও লড়াই ত্রিমুখী। ময়দানে রয়েছেন তৃণমূল প্রার্থী ও বিদায়ী সাংসদ খলিলুর রহমান, কংগ্রেসের প্রার্থী লালবাগ মহকুমা কংগ্রেসের সভাপতি মোর্তাজা হোসেন এবং বিজেপির টিকিটে লড়ছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ।
মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে ৭টি বিধানসভা। এগুলি হল হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতিপুর, রতুয়া, গাজোল, হবিবপুর এবং মালদা।
মালদা উত্তরে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির বিদায়ী সাংসদ খগেন মুর্মু, তৃণমূলের প্রার্থী প্রাক্তন IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের টিকিটে লড়ছেন মোস্তাক আলম।
মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে রয়েছে ইংরেজবাজার, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর এবং মুর্শিদাবাদের ফরাক্কা ও সামশেরগঞ্জ। মালদা দক্ষিণেও ত্রিমুখী লড়াই। এখানে বিজেপির প্রার্থী ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, কংগ্রেস দাঁড় করিয়েছে সুজাপুরের প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরীকে। তৃণমূলের নতুন মুখ শাহনওয়াজ আলি রায়হান।
ভোট শুরু না হতেই হিংসার অভিযোগ মুর্শিদাবাদের ডোমকলে। ভয় দেখাতে রাতে কংগ্রেস কর্মী ও সমর্থকদের বাড়িতে বোমাবাজি, গুলি, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। (Murshidabad Voting Live Updates)
ডোমকলের কুপিলা এলাকায় ভয় দেখাতে কংগ্রেস কর্মী ও সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ৩ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাম-কংগ্রেস জোটের লোকজনই অশান্তি পাকাচ্ছে, পাল্টা দাবি শাসকদলের। (Jangipur Voting Live Updates) ভোটবঙ্গে লাগাতার অশান্তি, বোমা-অস্ত্র উদ্ধার। তৃতীয় দফায় নিরাপত্তায় কড়াকড়ি। (Malda voting Live Updates)
Murshidabad Voting Live Updates: পুলিশি আশ্বাসে ভোট দিতে গিয়েও জুটল মার ! মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আক্রান্ত কংগ্রেস কর্মী
পুলিশি আশ্বাসে ভোট দিতে গিয়েও জুটল মার! মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আক্রান্ত কংগ্রেস কর্মী। 'গতকাল রাতে বাড়িতে এসে হুমকি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইয়ের'। আজ পুলিশি আশ্বাসে ভোট দিতে গেলে মারধর, অভিযোগ আক্রান্ত কংগ্রেস কর্মীর
Lok Sabha Phase 3 Voting Live News: বিকেল ৫টা পর্যন্ত কোন কেন্দ্রে কত ভোট পড়ল ?
বিকেল পাঁচটা পর্যন্ত মালদা উত্তরে ভোট পড়েছে ৭৩.৩০ শতাংশ, মালদা দক্ষিণে ৭৩.৬৮ শতাংশ, জঙ্গিপুরে ৭২.১৩ শতাংশ ও মুর্শিদাবাদে ৭৬.৪৯ শতাংশ। আর ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে ভোট পড়েছে ৭৩.৬৮ শতাংশ।
SSC Scam Case: 'সত্যের জয় হল', সুপ্রিম কোর্টের রায়ের পরে প্রতিক্রিয়া অভিষেকের
'বাংলার ভাবমূর্তি নষ্টে বিজেপির বিস্ফোরণ সুপ্রিম কোর্টে নিষ্ক্রিয়'। সত্যের জয় হল, সুপ্রিম কোর্টের রায়ের পরে প্রতিক্রিয়া অভিষেকের । 'সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে'। 'মানুষের পাশে থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে'। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চলবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Domkal Voting Live Updates: ডোমকলের নতুন পাড়ায় অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনী, এলাকা ছাড়ল বহিরাগতরা
ডোমকলের নতুন পাড়ায় অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনী। ভোটে বেনিয়মের খবর পেয়ে এলাকায় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় এলাকা ছাড়ল বহিরাগতরা। বাহিনীর তাড়ায় মাঠ ভেঙে দৌড় বহিরাগতদের।
Malda Voting Live Updates: মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদ নেতার দাদাগিরি!
ভোটের দিন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদ নেতার দাদাগিরি। বিজেপি কর্মীদের হুমকি। একঘণ্টার মধ্যে তুলে দিতে হবে বিজেপির ক্যাম্প অফিস। অভিযোগ TMCP নেতা বাবু সরকারের বিরুদ্ধে। চাঁচলের ধুমসাডাঙি ২২১ নম্বর বুথের ঘটনা। অভিযোগ অস্বীকার তৃণমূল ছাত্র পরিষদ নেতার