Bangaluru Blast: গ্রেফতার হওয়ার আগে যৌথ অপারেশন নিয়ে মুখ্যমন্ত্রী জানতেন? প্রশ্ন BJP নেতা জগন্নাথের
Jagannath Attacks Mamata: 'বাংলায় লুকিয়েছিল, ২ ঘণ্টায় ধরে দিয়েছে রাজ্য পুলিশ' , বেঙ্গালুরুকাণ্ডে কাঁথি থেকে NIA-র হাতে ২ জন গ্রেফতার হতেই, বড়সড় প্রশ্ন তুললেন জগন্নাথ চট্টোপাধ্য়ায়..
কলকাতা: বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ। ভোটের আগে এহেন ঘটনায় ফের উত্তাল রাজ্য রাজনীতি। বাংলা যোগের বিরোধীদের নিশানার মুখে মমতার সরকার। এদিকে এদিন দিনহাটার সভায় অন্য দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'বাংলায় লুকিয়েছিল, ২ ঘণ্টায় ধরে দিয়েছে রাজ্য পুলিশ।' আর এই মন্তব্যের পরেই একাধিক প্রশ্ন তুলেছেন রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক, জগন্নাথ চট্টোপাধ্য়ায়।
কী কী প্রশ্ন তুলেছেন জগন্নাথ চট্টোপাধ্য়ায় ? দেখুন একনজরে
১) গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত এই যৌথ অপারেশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কিছু জানতেন?
২) নাকি জঙ্গি দু'জন গ্রেফতার হয়ে যাওয়ার পর, NIA হেফাজতে চলে যাওয়ার পর আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীকে খবর দেওয়া হয়?
৩) যখন তেলঙ্গানা , তামিলনাড়ুর পুলিশ হন্যে হয়ে এই দুই জঙ্গিকে খুঁজছে, তখন কার ভরসায় এই দুই আল-হিন্দ জঙ্গি কলকাতায় এল?
৪) রাজ্য পুলিশ যদি এতটাই তৎপর, তাহলে গত তিন-চার দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে, দিঘার হোটেলে যখন এই দুই জঙ্গি ওঠে তখন রাজ্য পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি কেন?
সাহস থাকলে রাজ্য সরকার তার নাম প্রকাশ করুক : জগন্নাথ চট্টোপাধ্য়ায়
এর পরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,' পশ্চিমবঙ্গ জঙ্গিদের স্বর্গ রাজ্য, কারণ এখানে একটি তোষণকারি সরকার আছে। এই তোষণকারি সরকারের কারণে সব জঙ্গিরা ভারতের যে কোনও প্রান্তে নাশকতা ঘটানোর পর পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে চলে আসে। যে হ্যান্ডলারের কাছে এই দুজন জঙ্গি গতমাসে প্রথম এসেছিল তার নাম রাজ্য সরকার সাহস থাকলে প্রকাশ করুক।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।