Kho Gaye Hum Kahan: শ্যুটিং শুরু 'খো গয়ে হম কাহাঁ'র, মজার ছবি পোস্ট সিদ্ধান্ত-অনন্যা-আদর্শের
Kho Gaye Hum Kahan: তাঁদের পরবর্তী এই সিনেমার সেটে, অভিনেতারা মেকআপ এবং লুক ট্রায়ালে হাজির হন। সেখানেই একে অপরের সঙ্গে মজার মজার ছবি পোস্ট করেন তিন জনে।
![Kho Gaye Hum Kahan: শ্যুটিং শুরু 'খো গয়ে হম কাহাঁ'র, মজার ছবি পোস্ট সিদ্ধান্ত-অনন্যা-আদর্শের Ananya Panday, Siddhant Chaturvedi, Adarsh Gourav Start Filming For Kho Gaye Hum Kahan Share BTS Pictures Kho Gaye Hum Kahan: শ্যুটিং শুরু 'খো গয়ে হম কাহাঁ'র, মজার ছবি পোস্ট সিদ্ধান্ত-অনন্যা-আদর্শের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/20/f54abf68b8a215b1d3c30b0a3f46f56a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ফের একবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে অনন্যা পাণ্ডে (Ananya Panday) ও সিদ্ধান্ত চতুর্বেদীকে (Siddhant Chaturvedi)। 'গহেরাইয়াঁ' (Gehraiyaan) ছবির পর 'খো গয়ে হম কাহাঁ' (Kho Gaye Hum Kahan) ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। সেই সঙ্গে থাকবেন আদর্শ গৌরবও (Adarsh Gourav)। এর আগে তিনি 'দ্য হোয়াইট টাইগার' ছবিতে কাজ করেছেন।
অর্জুন বরৈন সিংহের পরিচালনায় তৈরি হবে এই ছবি। এটিই তাঁর প্রথম ফিচার ছবি। আশা করা যাচ্ছে 'এক্সেল এন্টারটেনমেন্ট'-এর এই নতুন প্রজন্মের ড্রামা ২০২৩ সালে মুক্তি পাবে।
গত বছর সেপ্টেম্বরেই ছবির টিজার প্রকাশ্যে আসে। সোফায় বসে, পপকর্ন খেতে দেখা যায় অভিনেতাদের সেখানে, আবার কখনও তাঁরা নাচছেন তো কখনও অন্য কিছু।
View this post on Instagram
ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু করে ফেলেছেন সকলে। সেট থেকে বেশ কিছু 'বিহাইন্ড দ্য সিনস' ছবিও পোস্ট করলেন তাঁরা। মজায় আনন্দে মেতেছেন সেটে। প্রকাশ্যে এল সেই মুহূর্তগুলো। বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে, ফিল্টার দিয়ে আয়নার সামনে ছবি তুলতে দেখা গেল তাঁদের।
তাঁদের পরবর্তী এই সিনেমার সেটে, অভিনেতারা মেকআপ এবং লুক ট্রায়ালে হাজির হন। সিদ্ধান্ত চতুর্বেদী তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে আদর্শ এবং অনন্যার মেকআপ রুমে প্রস্তুত হওয়ার সঙ্গে নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেন।
এই ছবি মূলত এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি হবে। এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডে বলে, ডিজিটাল যুগে তিন বন্ধু কীভাবে তাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে বা সেই নিয়ে মোকাবিলা করে, তাই দেখানো হবে ছবিতে। তাঁদের পোস্ট করা ছবি দেখে মনে হচ্ছে ইতিমধ্যেই তিনজনে 'বেস্ট ফ্রেন্ডস' হয়ে গেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)