Bhool Bhulaiyaa 3: 'রুহ বাবা' আর 'মঞ্জুলিকা'-র ম্যাজিক, ১০০ কোটির ক্লাবে 'ভুলভুলাইয়া ৩'
Bhool Bhulaiyaa 3 box office collection: সূত্রের পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে পা রেখেছে 'ভুলভুলাইয়া ৩'। প্রথম ৩দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পা রাখতে পেরেছে এই সিনেমা।
কলকাতা: নভেম্বর মাসের ১ তারিখে মুক্তি পেয়েছিল এই সিনেমা। দীপাবলিতে অনুরাগীদের জন্য যেন এই ছবি ছিল উপহারের মতোই। কার্তিক আরিয়ান (Kartik Aaryan), বিদ্যা বালন (Vidya Balan) ও মাধুরী দিক্ষীত (Madhuri Dixit) অভিনীত এই ছবি পা রাখল ১০০ কোটির ক্লাবে। রুহ বাবা আর মঞ্জুলিকার দ্বৈরথ অনায়াসেই যে দর্শক টানতে সক্ষম হয়েছে, তা বোঝাই যায়। অজয় দেবগণ (Ajay Devgan), দিপীকা পাড়ুকোন (Deepika Padukone), করিনা কপূর (Kareena Kapoor Khan) অভিনীত ছবি 'সিংঘম এগেন'-এর সঙ্গে কড়া টক্কর ছিল 'ভুলভুলাইয়া ৩' (Bhool Bhulaiya 3)-এর। কিন্তু এই প্রতিযোগিতায় কিছুটা এগিয়েই গেল কার্তিক আরিয়ানের ছবি।
সূত্রের পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে পা রেখেছে 'ভুলভুলাইয়া ৩'। প্রথম ৩দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পা রাখতে পেরেছে এই সিনেমা। রবিবারের কালেকশন অনুযায়ী, রবিবার এই ছবিটি আয় করেছে ৩৩.৫ কোটি টাকা। ছবি মুক্তির দ্বিতীয় দিন, অর্থাৎ শনিবার 'ভুলভুলাইয়া ৩' উপার্জন করেছিল ৩৭ কোটি টাকা। আর মুক্তির প্রথম দিন এই ছবিটি আয় করেছিল ৩৫.৫ কোটি টাকা। সুতরাং বলাই যায়, বক্স অফিসে ভালই ছাপ ফেলতে পেরেছে এই ছবি।
প্রসঙ্গত, এই ছবির প্রচার করতে সদ্য কলকাতায় এসেছিলেন বিদ্যা বালন ও কার্তিক আরিয়ান। হাওড়া ব্রীজে, হলুদ ট্যাক্সির ওপর উঠে, সিগনেচার পোজ দিয়েছিলেন তাঁরা। সেই সময়ে বিদ্যা বালন মুখ খুলেছিলেন আরজি করের ঘটনা নিয়েও। তিনি বলেছিলেন, এই শহর থেকেই তাঁর কাজের শুরু। 'ভাল থেকো' ছিল বিদ্যা বালন অভিনীত প্রথম ছবি। বিদ্যার কথায়, 'কলকাতা মায়ের শহর। এই শহরে এমন ঘটনা ঘটেছে ভাবতেই পারি না।'
অন্যদিকে ইতিমধ্যেই বলিউডের অন্যতম পরিচিত মুখ কার্তিক আরিয়ান। নিজের অভিনয় প্রতিভার জোরেই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন কার্তিক।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে