Top Social Post: রকুল-জ্যাকির মেহেন্দির ছবি প্রকাশ, নতুন ছবির শিবপ্রসাদ-নন্দিতার, আজকের সোশ্যালে সেরা
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
রকুলপ্রীত-জ্যাকির মেহেন্দির ছবি প্রকাশ্যে
গত ২১ ফেব্রুয়ারি বিয়ে সেরেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ ও প্রযোজক জ্যাকি ভগনানি। গোয়ায় চার হাত এক হয় তাঁদের। এবার একাধিক অনুষ্ঠানের ছবি প্রকাশের পালা। মঙ্গলবার তাঁদের মেহেন্দির অনুষ্ঠানের ছবি পোস্ট করেন অভিনেত্রী। লাল কমলার মিশেলে ফুলকারি ডিজাইনার লেহঙ্গায় নজর কাড়েন তিনি। তাঁর পোশাকের সঙ্গে রং মিলিয়ে কুর্তা পাজামা পরেছিলেন জ্যাকি ভগনানিও। সিন্ধি ও পাঞ্জাবি রীতি মেনে বিয়ে হয় রকুলপ্রীত ও জ্যাকির। রকুলপ্রীত পাঞ্জাবি ও জ্যাকি সিন্ধি। সেই কথা মাথায় রেখেই দুই রীতিনীতিই মেনেছেন রকুল-জ্যাকি উভয়েই। ২১ তারিখ সকালে নিয়ম মেনে তাঁদের 'চূড়া' সম্পন্ন হয়েছে। গোধূলিতে বসে বিয়ের আসর। শিখদের নিয়ম মেনে প্রথমে ‘আনন্দ কারজ’ হয় রকুলপ্রীত ও জ্যাকির। এরপরে, সিন্ধি রীতি মেনে হয় বিয়ে।
View this post on Instagram
শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবির ঘোষণা
'রক্তবীজ' (Roktobeej)-এর পরে ফের আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে নিয়ে পুজোর ছবি পরিকল্পনা করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। প্রথমবার থ্রিলার জ়ঁরে পা রেখেই কার্যত ছক্কা মেরেছিলেন তাঁরা। আর এবারের পুজোর ছবিও থ্রিলারধর্মী। সত্যঘটনা অবলম্বনে। ছবির নাম, 'বহুরূপী'। এই ছবিতে 'উইন্ডোজ' (Windows) ফেরাচ্ছে তার 'ফাটাফাটি' জুটিকে। এই ছবিতে আবীরের বিপরীতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে (Ritabhari Chakraborty)-কে। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। পরিচালনার পাশাপাশি, অভিনেতা হিসেবেও পাওয়া যাবে শিবপ্রসাদকে। সবকিছু ঠিকঠাক থাকলে, এই প্রথম অভিনেতা শিবপ্রসাদের ছবি মুক্তি পাবে পুজোয়।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।