(Source: ECI/ABP News/ABP Majha)
New Bengali Film: মুখ্য চরিত্রে অপরাজিতা-কৌশিক, আসছে 'কথামৃত'
Kothamrito: রথযাত্রার দিন প্রকাশ্যে আসে 'কথামৃত' ছবির প্রথম পোস্টার। তাতে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।
কলকাতা: ফের মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। এবার তাঁর সঙ্গে আর এক পরিচালক - অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। সদ্যই পরিচালক জিৎ চক্রবর্তী ঘোষণা করলেন তাঁর আগামী ছবি 'কথামৃত'র (Kothamrito)। মুখ্য চরিত্রে দেখা যাবে টলিউডের এই দুই তারকাকে। সদ্যই অভিনেত্রী অপরাজিতা আঢ্য তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, 'আপাতত যা কথা সব পরে হবে। এখন এই কথাই থাক যে 'কথামৃত' আসছে খুব শীঘ্রই। কৌশিক গঙ্গোপাধ্যায় আর অপরাজিতা আঢ্য। একসঙ্গে দুটো সাধারণ মানুষের একটা অসাধারণ অথচ সহজ ভালোবাসার গল্প নিয়ে।'
আসছে 'কথামৃত'-
নিজেদের পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। তাঁদের এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ। সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের বাব বুঝতে পারেন। তবে, মনের কথা বলার জন্য় তিনি একটি পকেট ডায়রি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়রিটিকেই তিনি 'কথামৃত' নাম দিয়েছেন।
অন্যদিকে, ওই পাড়ারও আর এক দম্পতি বাবুন (বিশ্বনাথ বসু) এবং অনন্যা। কিন্তু তাঁদের মধ্যে সারাক্ষণই অশান্তি লেগে থাকে। কথাবার্তার অভাবের জন্য এবং একে অপরকে বোঝাপড়ার অভাবের জন্য তাঁদের বিবাহিত জীবনে শান্তি নেই। দুই দম্পতির সম্পর্ক দেখা যাবে 'কথামৃত' ছবিতে।
আরও পড়ুন - Kuler Achaar: 'আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই', 'কুলের আচার' ছবির গানে মুগ্ধ নেটিজেনরা
'কথামৃত' ছবির গল্প লিখেছেন জিৎ দত্ত। এই ছবিতে সঙ্গীত পরিচালকের ভূমিকায় দেখা যাবে অমিত - ঈষান, প্রসেন এবং রণজয় ভট্টাচার্যকে। জানা যাচ্ছে, এই ছবি মুক্তি পাবে চলতি বছরই।
রথযাত্রার দিন প্রকাশ্যে আসে 'কথামৃত' ছবির প্রথম পোস্টার। তাতে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। এক অন্য ধরনের ভালোবাসার গল্প নিয়ে আসছেন পরিচালক জিৎ চক্রবর্তী।