Ratul Shankar-Isha Saha: ২৫ বছর পরে অভিনয়ে ফিরছেন মমতা শঙ্করের পুত্র রাতুল, সঙ্গী কোন অভিনেত্রী?
Ratul Shankar News: এই গল্পে দেখানো হয়েছে, নিজেদের পারিবারিক ব্যবসা সামলাতে বিশাল এক হোটেলের দায়িত্ব নেন ইশা। তাঁর চরিত্রের নাম নম্রতা

কলকাতা: মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ২৫ বছর। শেষবার ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 'উৎসব' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। আর ২৫ বছর পরে ফের বড়পর্দায় দেখা যেতে চলেছে মমতা শঙ্করের (Mamata Shankar) পুত্র রাতুল শঙ্করকে। সত্রাজিত সেন পরিচালিত সিনেমা ‘চেক ইন চেক আউট’ ছবিতে অভিনয় করতে চলেছেন রাতুল। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ইশা সাহা (Isha Saha)। অন্যান্য ভূমিকায় রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ, আরিয়ান ভৌমিক ও অনুরাধা মুখোপাধ্যায়। সদ্যই মুক্তি পেয়েছে এই ছবির টিজার।
এই গল্পে দেখানো হয়েছে, নিজেদের পারিবারিক ব্যবসা সামলাতে বিশাল এক হোটেলের দায়িত্ব নেন ইশা। তাঁর চরিত্রের নাম নম্রতা। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ফিরেছেন তিনি। জ়েন জ়ি ইশা চান তাঁর বাবা বা দাদু এই হোটেলের জন্য যা করেছিলেন, তিনি তাঁর থেকে আরও ভাল কাজ করবেন। হোটেলের আরও উন্নতি করবেন। কিন্তু কবি যে ওখানেই কেঁদেছেন। হোটেলে থাকা শুরু করে নম্রতা বুঝে পারে, হোটেলে নাকি ভূত আছে। প্রথমটা রীতিমতো ভয়.. অজ্ঞান হয়ে যাওয়া.. আর তারপরে? ভূত কি সত্যিই অভ্যাস হয়ে যায়? সেই উত্তরই মিলবে সত্রাজিতের ছবিতে। হোটেলের ম্যানেজার এবং কর্মচারীদের সঙ্গে হোটেলে আসা অতিথিদের সম্পর্কের দিকটি তুলে ধরা হবে এই সিনেমায়। সিনেমায় কলকাতা এবং কলকাতাবাসীর গল্প তুলে ধরা হবে।
এই ছবিটি নিয়ে সত্রাজিৎ বলছেন, 'এই সিনেমাটার মুক্তির দিন ঘোষণা করে ভীষণ ভাল লাগছে। সিনেমাটার মধ্যে কমেডি আছে, ড্রামা আছে, সাসপেন্স আছে.. আরও অনেক কিছু রয়েছে যা সিনেমাহলে গেলেই দেখা যাবে। কলকাতাকে তুলে ধরা হবে এই ছবির মধ্যে দিয়ে। একটা মেয়ে কলকাতায় ফিরে এসে তাকে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, মজার মোড়কে সেই গল্পই তুলে ধরা হয়েছে।' এপ্রিল মাসের ১৮ তারিখ মুক্তি পাবে এই ছবিটি।
এই কাজটি ছাড়াও একাধিক কাজ রয়েছে ইশার হাতে। বর্তমানে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন ছবির শ্যুটিং করছেন তিনি। ছবির নাম 'তেজপাতা।'
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
