Golden Door of Ram Mandir: ১০০ কেজি সোনার ব্যবহার, অযোধ্যায় রামমন্দিরে বসল প্রথম স্বর্ণকপাট, আগামীতে আরও
Ayodhya Ram Mandir: উত্তরপ্রদেশ সরকারের এক আধিকারিক জানিয়েছেন, গর্ভগৃহের উপরের তলে এমন আরও স্বর্ণকপাট বসানো হবে।
অযোধ্যা: 'রামলালা'র প্রাণ প্রতিষ্ঠা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে। তার মধ্যেই অযোধ্যায় রামমন্দিরে বসল স্বর্ণকপাট। নবনির্মিত রামমন্দিরের গর্ভগৃহের উপরের তলায়, ১২ ফুট উঁচু এবং ৮ ফুট চওড়া ওই 'স্বর্ণকপাট' বসানো হয়েছে। আগামী তিন দিনে, এমন আরও ১৩টি স্বর্ণকপাট গর্ভগৃহের উপরের তলায় মন্দিরে বসানো হবে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর থেকে এমনই তথ্য দেওয়া হয়েছে। (Golden Door of Ram Mandir)
উত্তরপ্রদেশ সরকারের এক আধিকারিক জানিয়েছেন, গর্ভগৃহের উপরের তলে এমন আরও স্বর্ণকপাট বসানো হবে। সব মিলিয়ে মোট ৪৬টি স্বর্ণ কপাট বসানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এর মধ্যে ৪২টি দরজায় সোনার প্রলেপ রয়েছে। তার জন্য ১০০ কেজি সোনা ব্যবহার করা হয়েছে। রামমন্দিরের শোভা বর্ধনে এই স্বর্ণকপাটগুলিও গুরুত্বপূ্র্ণ ভূমিকা পালন করবে বলে মত রাজ্যের সরকারের। কোথাও কোনও খামতি যাতে না থাকে, তার তদারকি চলছে। (Ayodhya Ram Mandir)
সংবাদ সংস্থা পিটিআই যে ছবি এবং ভিডিও সামনে এনেছে, তাতে দেখা গিয়েছে, স্বর্ণকপাটের দুই দিকে দু'টি হাতির নকশা ফুটিয়ে তোলা হয়েছে। শুঁড় তুলে দাঁড়িয়ে রয়েছে তারা, খানিকটা অতিথিদের স্বাগত জানানোর মতো ভঙ্গিতে। তারপ উপরে রয়েছে একটি পদ্ম। দরজার উপরিভাগের নকশা প্রাসাদের মতো। সেখানে দুই পরিচারকের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। হাতজোড় করে নমস্কার জানাচ্ছেন তাঁরা। দরজার নীচের দিকেও কারুকার্য রয়েছে। এর পাশাপাশি মন্দির ট্রাস্টের তরফে জটায়ুর মূর্তিও সামনে আনা হয়েছে, রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র বলে কথা।
VIDEO | The first golden door has been installed at Ayodhya's Ram Temple ahead of the Pran Pratishtha ceremony. #RamMandir #AyodhaRamMandir pic.twitter.com/DlKGSgpVnj
— Press Trust of India (@PTI_News) January 10, 2024
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। ওই দিনই 'রামলালা' অর্থাৎ ভগবান রামের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হবে, তার আগে জোরকদমে কাজ চলছে। মন্দিরের প্রবেশ দ্বারেও হাতি, সিংহ, ভগবান হনুমান, বিষ্ণুর বাহনের মূর্তি বসানো হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, প্রাণপ্রতিষ্ঠার দিন সব স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে।
মন্দির উদ্বোধন এবং প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা ১২টা বেজে ১৫ মিনিটে ওই দিন আচার-অনুষ্ঠান শুরু হওয়ার কথা, যাতে অংশ নেবেন তিনি। ওই দিন অযোধ্যায় ৭ হাজারের বেশি মানুষ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাঁদের মধ্যে ৩ হাজার ভিভিআইপি অতিথিও রয়েছেন। বলিউড তারকা থেকে রাজনীতিক, শিল্পপতি, বহু গণ্যমান্য ব্যক্তিই আমন্ত্রিত অযোধ্যার রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে।