Most Expensive Cities: প্রবাসে থাকা-খাওয়ার খরচ জোগাড় হতে পারে দুষ্কর, সামনে এল বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা
Expensive Cities in 2023: সিঙ্গাপুরে বাড়িভাড়া যে জায়গায়, তাতে প্রবাসীদের পক্ষে মাথাগোঁজার জায়গা জোগাড়ই অসম্ভব।
নয়াদিল্লি: মুদ্রাস্ফীতি থাবা বসিয়েছে বিশ্ব অর্থনীতিতে। দৈনন্দিন যাপন হয়ে উঠেছে আরও মহার্ঘ্য। সেই আবহেই বিশ্বের সর্বোচ্চ ব্য়য়বহুল শহররে তালিকা সামনে এল। বিশ্বায়নের যুগে এক দেশ থেকে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছেন মানুষ (Expensive Cities in 2023)। কিন্তু প্রবাসে কোন কোন জায়গায় থাকা অত্যন্ত ব্যয়সাপেক্ষ তার তালিকাই প্রকাশিত হল (Most Expensive Cities)।
সম্প্রতি প্রবাসীদের জন্য ব্যয়বহুল শহরের তালিকা উঠে এসেছে একটি সমীক্ষায়। তাতে প্রথম স্থান অধিকার করেছে আমেরিকার নিউ ইয়র্ক। প্রবাসী হিসেবে সেখানে থাকা অত্যন্ত ব্যয়সাপেক্ষ বলে জানা গিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে হংকং। তৃতীয় স্থানে সুইৎজারল্যান্ডের জেনিভা। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ডের লন্ডন শহর।
সিঙ্গাপুরে বাড়িভাড়া যে জায়গায়, তাতে প্রবাসীদের পক্ষে মাথাগোঁজার জায়গা জোগাড়ই অসম্ভব। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর। ষষ্ঠ স্থানে রয়েছে সুইৎজারল্যান্ডেরই জুরিখ। সপ্তম স্থানে রয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকো। ইজরায়েলের তেল আভিভ রয়েছে অষ্টম স্থানে। দক্ষিণ কোরিয়ার সোল রয়েছে নবম স্থানে। জাপানের টোকিও দশম স্থান দখল করেছে।
আরও পড়ুন: Science News: আগের চেয়ে বেড়েছে ঔজ্জ্বল্য, সাঁঝের আকাশে এখন আরও ঝকঝকে শুক্র, কারণ জানুন
এ ছাড়াও, একাদশ স্থানে রয়েছে সুইৎজারল্যান্ডের বার্ন। সংযুক্ত আরব আমিরশাহির দুবাই রয়েছে দ্বাদশ স্থানে। চিনের শাংহাই ত্রয়োদশ স্থান দল করেছে। চিনেরই গুয়াংঝৌ রয়েছে চতুর্দশ স্থানে। আমেরিকার লস অ্যাঞ্জেলস পঞ্চদশ, চিনের শেনঝেং ষষ্ঠদশ, চিনের বেজিং সপ্তদশ, ডেনমার্কের কোপেনহাগেন অষ্টাদশ, সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি ঊনবিংশ এবং আমেরিকার শিকাগো বিংশতম স্থান দখল করেছে।
ব্যয়বহুল শহরের তালিকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অভূতপূর্ব উত্থান নজর কেড়েছে সকলের। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, মূলত ঘড়ভাড়া মহার্ঘ্য হওয়াতেই দক্ষিণ-পূর্ব এশিয়ার শহরগুলিতে থাকা ব্যয়সাপেক্ষ হয়ে উঠেছে। এর নেপথ্যে কোভিডেরও ভূমিকা রয়েছে বলে মত তাঁদের।
এ বারে তালিকায় সবচেয়ে উত্থান ঘটেছে তুরস্কের ইস্তানবুল শহরের। ১০৮তম স্থান থেকে ৯৫তম স্থানে উঠে এসেছে তারা। প্রেসিডেন্ট রিচেপ তইপ আর্দোয়ানের অর্থনৈতিক নীতি, সেখানে বাড়িভাড়াকে মহার্ঘ্য করে তুলেছে। রুশ নাগরিকদের ভিড় বড়ায় দুবাইয়ের এক তৃতীয়াংশ অঞ্চলে বাড়িভাড়া নাগালের বাইরে চলে গিয়েছে।
একই সঙ্গে, মুদ্রর দর পড়ে যাওয়ায় নরওয়ে এবং সুইডেনের শহরগুলি তালিকায় নীচে নেমে গিয়েছে। মুদ্রাস্ফীতির জেরে চিনের শহরগুলিও নেমে গিয়েছে। এর আগের বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ছিল হংকং। এবছর নিউ ইয়র্ক তাকে পিছনে ফেলে দিয়েছে। ডলার দামে পতন না ঘটাতেই এ বারে আমেরিকার নিউ ইয়র্ক প্রথম স্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথম দশে ঢুকে পড়েছে সান ফ্রান্সিসকোও।
ECA International Cost of Living Rankings for 2023 এই তালিকা প্রকাশ করেছে। পণ্য, পরিষেবা, ঘরভাড়ার নিরিখে প্রবাসীদের খরচ-খরচা বিচার করে দেখা হয়। তার পরই ১২০টি দেশের ২০৭ শহরের চালিকা হয় তৈরি।