Facebook New Name : ফেসবুকের নাম মেটা, কী বলছে নেট দুনিয়া?
কেউ বলছেন ফেসবুক বলেই পরিচিতি থাকবে। কেউ আবার স্বাগত জানিয়েছেন সংস্থার এই সিদ্ধান্তকে।
কলকাতা: কোম্পানির নাম পরিবর্তন করে ফেসবুক হয়েছে মেটা। আর এই নাম পরিবর্তন নিয়ে ভিন্ন মত নেটিজেনদের। কেউ বলছেন ফেসবুক বলেই পরিচিতি থাকবে। কেউ আবার স্বাগত জানিয়েছেন সংস্থার এই সিদ্ধান্তকে। সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ নতুন নাম ঘোষণার পরই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় হ্যাশট্যাগ ডিলিট ফেসবুক (#DeleteFacebook)। এই হ্যাশট্যাগ দিয়ে অনেকেই লিখেছেন এই কাজের অংশই হতে চান না।
গতকাল জুকেরবার্গ এই ঘোষণা করতেই তাঁর উপর ক্ষোভ উগরে দেন নেটিজেনদের একাংশ। হ্যাশট্যাগ ডিলিট ফেসবুক (#DeleteFacebook) দিয়ে এক নেটিজেন লিখেছেন, "আপনি পারমাণবিক অস্ত্রের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। শুধুমাত্র লাভের চিন্তা করেন। সারা বিশ্ব কোনদিকে ঘুরছে সেটা আপনি জানেন।''
You're far more dangerous than Nuclear weapons & care only about profits. The world is turning on you and you know it. #DeleteFacebook
— Jeigh (@JeighNeither) October 29, 2021
ট্যুইট করে আরেক নেটিজেন লিখেছেন, না, এটা কোনও ভবিষ্য়তই নয়। গ্রামাঞ্চল এবং শহরতলির অনেকেরই ব্রডব্যান্ডের সুবিধান নেই। তাহলে এটা কার জন্য। খুব সংখ্যক মানুষের সময় এবং টাকা রয়েছে ব্যয় করার জন্য।
Nope.
— R. BOO. Thornhill 🦇 (@RThornhill7) October 29, 2021
This is not the future.
Rurual and urban communities don't have broad band.
Who is this for?
A very, very small number of people who have time and money to eff off.#DeleteFacebook https://t.co/FmVunmQIeY
নাম পরিবর্তন নিয়ে আরেক নেটিজেন লিখেছেন, " আমি বুঝতে পারছি না ফেসবুকের নাম পরিবর্তন নিয়ে কেন সবাই সমালোচনা করছেন। মেটাভার্সের মাধ্যমে আমরা দারুণ ভবিষ্য়ত উপভোগ করতে চলেছি।''
I don't understand people who are being critical of Facebook's name change and vision. This is an exciting future in which all of us, connected through the Metaverse, will be able to experience the devastating erosion of American democracy in a fun, virtual social setting.
— Charlotte Clymer 🏳️🌈 (@cmclymer) October 28, 2021উল্লেখ্য, জল্পনার অবসান ঘটিয়ে গতকাল নিজেই ফেসবুকের (Facebook) নতুন নাম সামনে এনেছেন মার্ক জুকেরবার্গ। জানিয়েছেন কোম্পানির নতুন নাম হচ্ছে 'মেটা' (Meta)। কেন এই নামবদল সে সম্পর্কেও জানিয়েছেন তিনি। আগামী দিনে নতুন পথচলার জন্য যে পদক্ষেপ বলেই জানিয়েছেন তিনি। আর কেন মেটা নামটি বেছে নেওয়া সেই সম্পর্কে জুকেরবার্গ লিখেছেন, 'ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ 'বিয়ন্ড' (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।'