Mumbai News: লালসার শিকার হয়ে কিনলেন ব্লেড, কুড়োলেন পাথর, নিজেই নিজেকে অত্যাচার তরুণীর, চাঞ্চল্যকর তথ্য
Crime News: মহারাষ্ট্রের পালঘর জেলার নালাসোপারার বাসিন্দা, বছর ২০-র এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর সামনে আসে।

মুম্বই: ধর্ষণের অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিল পুলিশ। কিন্তু তদন্ত যত এগোল, ততই বাড়ল জটিলতা। মুম্বইয়ে তরুণীকে ধর্ষণের ঘটনা নয়া মোড় নিল। ধর্ষণের পর অভিযুক্ত তরুণীর যৌনাঙ্গে ব্লেড, পাথর ঢুকিয়ে দিয়েছিল বলে প্রথমে জানা গিয়েছিল। কিন্তু তদন্তের পর পুলিশ জানিয়েছে, বাড়িতে অশান্তির ভয়ে নিজেই যৌনাঙ্গে ব্লেড এবং পাথর ঢুকিয়েছিলেন নির্যাতিতা। (Mumbai News)
মহারাষ্ট্রের পালঘর জেলার নালাসোপারার বাসিন্দা, বছর ২০-র এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর সামনে আসে। জানা যায়, এক অটো চালক তাঁকে ধর্ষণ করে। তরুণীর উপর নারকীয় অত্যাচার চালায় সে। যৌনাঙ্গে সার্জিক্যাল ব্লেড এবং পাথর ঢুকিয়ে দেয়। ওই অটো চালককে গ্রেফতারও করে পুলিশ। কিন্তু তদন্ত যত এগোয়, ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। (Crime News)
পুলিশকে ওই তরুণী জানান, ট্রেনে চেপে মুম্বই আসেন তিনি। সেখানে এক অটো চালক তাঁকে ধর্ষণ করে। নারকীয় অত্যাচার করে পালিয়ে যায়। তদন্তে নেমে অভিযুক্ত অটো চালককে গ্রেফতারও করে পুলিশ। কিন্তু তরুণীর বয়ানে অসঙ্গতি চোখে পড়ে তাদের। তাই জিজ্ঞাসাবাদে আরও জোর দেয় পুলিশ। আর তাতেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
পুলিশ জানিয়েছে, স্বেচ্ছায় ওই অটো চালকের সঙ্গে বেরিয়েছিলেন তরুণী। বিরারের আর্নালা সমুদ্র সৈকতে ঘুরতে যান তাঁরা। গেস্ট হাউসে ঘর বুক করার চেষ্টাও চালান। কিন্তু উপযুক্ত নথিপত্র না থাকায়, ঘর বুক করতে পারেননি। এর পর সমুদ্রসৈকতেই রাতযাপনের সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু তরুণীর অভিযোগ, সেখানে তাঁকে ধর্ষণ করে পালায় ওই অটো চালক।
পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, ওই অবস্থায় বাড়ি ফিরতে ভয় পাচ্ছিলেন তিনি। অত্যাচারের কাহিনি তৈরি করতে দোকান থেকে সার্জিক্যাল ব্লেড কেনেন। জড়ো করেন পাথরের টুকরো। যৌনাঙ্গে সেগুলি ঢুকিয়ে কোনও রকমে গোরেগাঁও রাম মন্দির স্টেশনে পৌঁছন। কিন্তু সেখানে যন্ত্রণা বেড়ে যায়। সহ্য করতে পারছিলেন না তিনি। তাই স্টেশন কর্তৃপক্ষকে ধর্ষণের কথা জানান।
স্টেশন থেকে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার করে তাঁর যৌনাঙ্গ থেকে ব্লেড এবং পাথর বের করেন চিকিৎসকরা। ধর্ষণের মামলা দায়ের হয় থানায়। তরুণীর জ্ঞান ফিরলে পুলিশ বহয়ানও রেকর্ড করে। কিন্তু তাঁর বয়ানে অসঙ্গতি ছিল। প্রথমে নিজেকে ‘অনাথ’ বলে দাবি করেন ওই তরুণী। কিন্তু তরুণীর বাবা খোদ হাসপাতালে এসে উপস্থিত হন। এর পরই বিষয়টি খোলসা হয়। ২০২৩ সালেও দু’জনের বিরুদ্ধে ওই তরুণী ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন বলে জানা গিয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত অটো চালক রাজ রতনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও তদন্ত চলছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নির্যাতিতা তরুণী এবং অভিযুক্ত অটো চালককে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
