Middle Class Income Tax Relief: বার্ষিক ১০.৫ লক্ষ টাকা রোজগারে আয়কর ছাড়? বাজেট অধিবেশনে মধ্যবিত্তকে রেহাই দেওয়ার ভাবনা
Union Budget 2025: ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে।
নয়াদিল্লি: বার্ষিক ১০.৫ লক্ষ টাকা আয় হলে আয়কর থেকে মুক্তি মিলতে পারে। কেন্দ্রীয় সরকার বিষয়টি আলোচনা করে দেখছে বলে খবর। মধ্যবিত্ত শ্রেণির ঘাড় থেকে আয়করের বোঝা লাঘব করতেই এমন ভাবনা চিন্তা চলছে বলে জানা গিয়েছে। আগামী বছর বাজেট অধিবেশনে এই মর্মে ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে দিল্লি সূত্রে। (Middle Class Income Tax Relief)
২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেখানে আয়কর থেকে মধ্যবিত্তদের রেহাই দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে খবর। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, মুদ্রাস্ফীতি যে হারে বেড়ে চলেছে, তাতে অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়েছে। ক্রয়ক্ষমতা কমছে মধ্যবিত্ত শ্রেণির। দেশের অর্থনীতিতে গতি আনতেই মধ্যবিত্তের ভার লাঘব করা নিয়ে আলোচনা চলছে। (Union Budget 2025)
এই নীতির বাস্তবায়ন হলে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন। বিশেষ করে শহরে বসবাসকারী আয়করদাদা মধ্যবিত্ত শ্রেণি। গ্রামের তুলনায় শহরে জীবনধারণের খরচ বেশি। ২০২০ সালে নরেন্দ্র মোদি সরকার যে নয়া করনীতি চালু করে, তাতে ৩ থেকে ১০.৫ লক্ষ আয় যাঁদের, তাঁদের ৫ থেকে ২০ শতাংশ হারে কর দিতে হয়। ১০.৫ লক্ষের বেশি আয়ে আয়কর দিতে হয় ৩০ শতাংশ।
এই মুহূর্তে দেশের মানুষ দু'টির মধ্যে একটি করব্যবস্থা বেছে নিতে পারেন, যার মধ্যে একটিতে ভাড়াবাড়ি এবং বিমার উপর করছাড় মেলে। আবার নায় করের পরিকাঠামোয় আয়কর তুলনামূলক কম হলেও, বাকি ক্ষেত্রে কোনও করছাড় নেই। ২০২০ সালের করব্যবস্থাই যাতে আরও বেশি সংখ্যক মানুষ বেছে নেন, তার জন্যই আয়করে ছাড় দেওয়ার ভাবনা চলছে বলে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত এ নিয়ে কোনও সিদ্ধান্তে উপনীত হয়নি কেন্দ্র। তবে বাজেট অধিবেশনের আগে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতে পারে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মুহূর্তে দেশের অর্থনীতির গতি শ্লথ। অভ্যন্তরীণ উৎপাদনের হারও কনেছে। ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে একেবারে দুর্বল জায়গায় পৌঁছে গিয়েছে GDP. নিত্যপণ্যের দাম এত বেড়ে গিয়েছে যে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে শহরাঞ্চলে সমস্যা দেখা দিয়েছে। গাড়ি থেকে গেরস্থালির সাধারণ জিনিসপত্রের চাহিদা কমেছে। এমন পরিস্থিতিতে চাপ বাড়ছে সরকারের উপর। তাই মধ্যবিত্তকে করের বোঝা থেকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র।