Coronavirus New Cases: দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু
Coronavirus New Cases India: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ৮৭৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৬ লক্ষ ৬৫ হাজার ৫৩৪ জন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯ হাজার ১১ জনের।
Coronavirus New Cases Today: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ কমল, একইসঙ্গে কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। যেখানে গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৮৪।
দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১১৩ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ৮৭৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৬ লক্ষ ৬৫ হাজার ৫৩৪ জন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯ হাজার ১১ জনের। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ৩ দশমিক ১৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৯১ হাজার ৯৩০। বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৮৮২। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪ কোটি ১৬ লক্ষ ৭৭ হাজার ৬৪১।
দেশজুড়ে করোনার প্রতিষেধক টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ১৭২ কোটি ৯৫ লক্ষ ৮৭ হাজার ৪৯০ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
প্রায় ৪০ দিন পর ভারতে দৈনিক করোনা সংক্রমণ ৫০ হাজারের নিচে নেমেছে। গত ৪ জানুয়ারি দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৩৭ হাজার ৩৭৯। গত টানা সাতদিন দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষের কম রয়েছে।
উল্লেখ্য, বিদেশ থেকে এলে ৭ দিনের কোয়ারেন্টিন আর বাধ্যতামূলক নয়। বিমানবন্দরে করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে প্রয়োজন নেই কোয়ারেন্টিনের। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে কোভিডের নতুন নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্র। নয়া এই নির্দেশিকা অনুযায়ী, ‘দেশে ফেরার পর ১৪ দিন নিজেকেই খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের। কোনও উপসর্গ লক্ষ্য করলে চলে যেতে হবে আইসোলেশনে। খবর দিতে হবে কাছের স্বাস্থ্য কেন্দ্রে।’
নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল জানিয়েছিলেন, ‘দেশের করোনা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। ১৭ দিনের মধ্যে দেশে সংক্রমণ হার কমল ১৬ শতাংশ।২৪ জানুয়ারি দেশে সংক্রমণ-হার ছিল ২০.৭৫ শতাংশ। বর্তমানে দেশে করোনা সংক্রমণ-হার ৪.৪৪ শতাংশ। দেশজুড়ে কোভিড সংক্রমণের গ্রাফ কমায় ১০০ শতাংশ অফিসে উপস্থিতির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ৭ ফেব্রুয়ারি আজ থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম।