PM Modi At BIMSTEC Summit : সংযোগ, শক্তি এবং সামুদ্রিক সম্পর্ককে দৃঢ় করার ডাক প্রধানমন্ত্রীর
BIMSTEC Summit Today : বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বা বিমস্টেক হল একটি আঞ্চলিক সংস্থা যা বঙ্গোপসাগরের উপকূলীয় এবং সংলগ্ন এলাকায় অবস্থিত সাতটি দেশের সমন্বয়ে গঠিত
PM Modi At BIMSTEC Summit : কলম্বোয় পঞ্চম বিমস্টেক সম্মেলনে আজ ভার্চুয়াল ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )। বুধবার ছিল বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। বৈঠকে যোগ দিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেকের সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলি বিশেষত সংযোগ, শক্তি এবং সামুদ্রিক সম্পর্ককে আরও জোরদার ও প্রসারিত করার ওপর জোর দেন। ভাষণে মোদি বলেন -
हमारे आपसी व्यापार को बढ़ाने के लिए बिम्सटेक FTA के प्रस्ताव पर शीघ्र प्रगति करना आवश्यक है।
— PMO India (@PMOIndia) March 30, 2022
हमें अपने देशों के उद्यमियों और startups के बीच आदान-प्रदान भी बढ़ाना चाहिए।
इसी के साथ हमें Trade Facilitation के क्षेत्र में international norms को अपनाने का भी प्रयत्न करना चाहिए: PM
- ভারত (India) বিমস্টেক সচিবালয়কে (BIMSTEC) ১০ লক্ষ (1 million) মার্কিন ডলার দেবে। সংস্থার অপারেশানাল বাজেট ( operational budget ) বাড়ানোর জন্য এটা গুরুত্বপূর্ণ। বিমস্টেক সচিবালয়ের ক্ষমতা বাড়ানোর জন্য এই অর্থ দেবে ভারত।
- সময় এসেছে বঙ্গোপসাগরের মাধ্যমে যোগাযোগ, সমৃদ্ধি ও নিরাপত্তা (connectivity, prosperity and security) পোক্ত করার। ১৯৯৭ সালে আমরা একসঙ্গে যে লক্ষ্যে পৌঁছেছিলাম, আসুন এই মুহূর্তে সব বিমস্টেক দেশগুলি নতুন উদ্যমে কাজ করে সেই লক্ষ্যে পৌঁছাই ।
- আমরা নালন্দা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকর্তৃক প্রদত্তBIMSTEC স্কলারশিপ প্রোগ্রামের পরিধি প্রসারিত করার জন্য ভাবনা চিন্তা করছি। আমরা ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনি সহায়তার জন্য একটি চুক্তিতেও স্বাক্ষর করছি।
- ইউরোপের সাম্প্রতিক ঘটনাবলী আন্তর্জাতিক আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বৃহত্তর অগ্রাধিকারে পরিণত হয়েছে।
बिम्सटेक हमारी अपेक्षाओं को पूरा करे, इसके लिए सचिवालय की क्षमता को बढ़ाना भी महत्त्वपूर्ण है।
— PMO India (@PMOIndia) March 30, 2022
मेरा सुझाव है कि सेक्रेटरी जनरल इस लक्ष्य की प्राप्ति के लिए एक रोडमैप बनायें: PM @narendramodi
বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বা বিমস্টেক হল একটি আঞ্চলিক সংস্থা যা বঙ্গোপসাগরের উপকূলীয় এবং সংলগ্ন এলাকায় অবস্থিত সাতটি দেশের সমন্বয়ে গঠিত। বিমস্টেকভুক্ত দেশগুলি বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার ও তাইল্যান্ড।