Quad Summit: আগামী মাসেই মুখোমুখি মোদি-বাইডেন, কী নিয়ে আলোচনা?
Modi Biden Meet: আগামী মাসে টোকিওতে কোয়াড সামিটে দেখা হওয়ার কথা দুই রাষ্ট্রপ্রধানের। একটি মিটিংও হতে পারে বলে হোয়াইট হাউস সূত্রের খবর।
নয়াদিল্লি: শীঘ্রই সামনা-সামনি সাক্ষাৎ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden)। আগামী মাসে টোকিওতে (Tokyo) কোয়াড সামিটে দেখা হওয়ার কথা দুই রাষ্ট্রপ্রধানের। একটি মিটিংও হতে পারে বলে হোয়াইট হাউস সূত্রের খবর। এর আগে ২০২১ সালে সেপ্টেম্বরে কোয়াড সামিটেই দেখা হয়েছিল দুই রাষ্ট্রপ্রধানের।
যুদ্ধ পরিস্থিতিতে সাক্ষাৎ:
এশিয়া বা ভারত মহাসাগরীয় ভূ-রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আমেরিকার নির্ভরযোগ্য সঙ্গী ভারত। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার পথে হাঁটেনি ভারত। বারবার বার্তা দেওয়ার পরেও নিরপেক্ষ অবস্থানে অটল থেকেছে ভারত। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বিরোধী কড়া অবস্থান নেয়নি। যুদ্ধের সমালোচনা করে যুদ্ধ বন্ধের বার্তা দিলেও রাশিয়ার বিরোধী কোনও পদক্ষেপ করেনি ভারত। বরং আমেরিকার চোখরাঙানি এড়িয়ে রাশিয়া থেকে তেল কেনার চুক্তিও করেছে। যা নিয়ে ভারত ও আমেরিকার সম্পর্কে সামান্য হলেও আঁচড় লেগেছে বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা । এই পরিস্থিতিতে এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তাঁরা। সম্প্রতি ভারত সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
কী নিয়ে সামিট:
Quadrilateral Security Dialogue (QSD) যা পরিচিত কোয়াড (Quad) নামে। আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া এই চারটি দেশ এই গোষ্ঠীতে রয়েছে। মূলত ভারত-প্যাসিফিক এলাকায় নিরাপত্তা নিয়ে আলোচনায় হয় এখানে।
বাইডেনের সফর:
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি Jen Psaki একটি বার্তায় জানিয়েছেন। ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবেন আমেরিকার প্রেসিডেন্ট। ওই দুই দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য রয়েছে আমেরিকার। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য বহুদিন ধরেই রয়েছে আমেরিকার। সেই লক্ষ্য়েই তৈরি হয়েছে কোয়াড, এমনটাই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: রফতানি বন্ধ করছে ইন্দোনেশিয়া, এবার ভোজ্য তেলের দামও আকাশছোঁয়ার আশঙ্কা