এক্সপ্লোর
Car Discount Offer: হুন্ডাই-রেনোঁ দিচ্ছে বাম্পার ক্যাশ ডিসকাউন্ট, দেখে নিন ছাড় পাবেন কোন গাড়িতে
Hyundai_Aura
1/10

আপনি যদি একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেন, তবে এই সময় ভাল সুযোগ দিচ্ছে কিছু কোম্পানি।বর্তমানে, রেনোঁ ও হুন্ডাইয়ের হট-সেলিং মডেলগুলিতে দেওয়া হচ্ছে অনেকগুলি অফার।
2/10

Hyundai Grand i10 NIOS পেট্রোল, ডিজেল ও সিএনজি তিনটি ইঞ্জিন বিকল্পের সঙ্গে পাওয়া যায়। এটি ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় উভয় গিয়ারবক্সের সঙ্গেই পাবেন। এতে ৩৫,০০০ টাকা পর্যন্ত নগদ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও এতে এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে কোম্পানি।
3/10

নিরাপত্তার দিক দিয়েও খুব একটা পিছিয়ে নেই হুন্ডাই রেনোঁর মডেলগুলি। দেশের রাস্তায় অন্যদের সঙ্গে টাফ কম্পিটিশন দেয় এই গাড়িগুলি।
4/10

Renault Triber কোম্পানির একটি ৭ আসনের এমপিভি। এতে রয়েছে ১০,০০০ টাকার নগদ ছাড়, ১০,০০০ টাকার বিনিময় বোনাস৷ এছাড়াও, ১০,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট ও ৫০০০ টাকা পর্যন্ত গ্রামীণ অফার রয়েছে এই গাড়িতে ।
5/10

কিছু গাড়ির সিএনজি মডেল থাকায় চাহিদা বাড়ছে বাজারে। পেট্রল, ডিজেলের দাম বেশি হওয়ায় এখন সিএনজি মডেলের দিকে ঝুঁকছেন অনেকেই।
6/10

Hyundai Aura এটি একটি কমপ্যাক্ট সেডান। এটি পেট্রল ও সিএনজি উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। এতে ১০,০০০ টাকার নগদ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও, POI ও কর্পোরেট অফার রয়েছে এই গাড়িতে।
7/10

ট্র্যাফিক সিগনালে এমনিতেই নজর কাড়ে এই গাড়িগুলি। কয়েক বছর হয়ে গেলেও ভারতের বাজারে খুব একটা চাহিদা কম হয়নি এই এমপিভি, হ্যাচ ও কমপ্যাক্ট সেডানের।
8/10

Renault Kwid: এটি কোম্পানির সবচেয়ে সস্তা গাড়ি। এতে রয়েছে ১০,০০০ টাকার নগদ ছাড় ছাড়াও ১০,০০০ টাকার বিনিময় বোনাস৷ এছাড়াও, ১০,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট ও ৫০০০ টাকা পর্যন্ত গ্রামীণ অফার রয়েছে।
9/10

সবথেকে বড় বিষয় , এই সব গাড়ি ভারতের রাস্তায় বহুল জনপ্রিয় গাড়ির মধ্যে পড়ে। হন্ডাই ও রেনোঁর এই গাড়িগুলি ইতিমধ্যেই দেশের জনগণের চাহিদা পূরণ করেছে।
10/10

Hyundai Santro: ২০১৮ সালে লঞ্চ করা হয়েছিল এই গাড়ি। পেট্রল ও সিএনজি ভ্যারিয়েন্টে পাওয়া যায় এই হ্যাচব্যাক। এতে ১০,০০০ টাকার নগদ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও, POI ও কর্পোরেট অফারও রয়েছে।
Published at : 05 Apr 2022 09:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
