এক্সপ্লোর
Petrol-Diesel Price Cut: পেট্রোলের দাম কমবে ১০ টাকা ? এবার মুখ খুললেন মন্ত্রী
petrol pump
1/8

Fuel Price Hike: আশা জাগলেও হতে পারেন আশাহত। পেট্রোল-ডিজেলের দাম কমানোর (Petrol-Diesel Price Cut) খবর গুজব (Fake News) বলল সরকার। আপাতত এরকম কোনও সিদ্ধান্তের পথে হাঁটছে না কেন্দ্র (Central Government)। খোদ এই কথা স্পষ্ট করেছেন মোদি সরকারের মন্ত্রী।
2/8

আপাতত পেট্রোল ও ডিজেলের দাম কমাতে রাজি নয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি পেট্রোল ও ডিজেলের দাম কমানোর খবরকে গুজব বলেছেন। পেট্রোল- ডিজেলের দাম ১০ টাকা পর্যন্ত কমানোর খবর প্রসঙ্গে পেট্রোলিয়ামমন্ত্রী বলেন,'' জ্বালানির দাম কমানোর বিষয়ে সরকারি তেল কোম্পানিগুলোর সঙ্গে সরকারের এখনও কোনও আলোচনা হয়নি।''
Published at : 03 Jan 2024 04:39 PM (IST)
আরও দেখুন






















