এক্সপ্লোর
Stock Market Closing: এপ্রিলের পর এই প্রথম, ১৮,০০০ ছাড়াল নিফটি
Share Market: বিনিয়োগকারীদের আস্থা ফিরছে ভারতীয় বাজারে।ফের চাঙ্গা হচ্ছে শেয়ার মার্কেট।মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনেও দারুণ গতিতে বন্ধ হয়েছে নিফটি, সেনসেক্স।
Share Market
1/9

বিনিয়োগকারীদের আস্থা ফিরছে ভারতীয় বাজারে।ফের চাঙ্গা হচ্ছে শেয়ার মার্কেট। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনেও দারুণ গতিতে বন্ধ হয়েছে নিফটি, সেনসেক্স। বুলসরা বিনিয়োগ করায় নিফটি আবার ১৮,০০০-এর সূচক অতিক্রম করেছে।
2/9

আজ ট্রেডিং ডে-র শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৪৫১ পয়েন্ট বেড়ে ৬০,৫৬৬ পয়েন্টে পৌঁছেছে। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১৩০ পয়েন্ট বেড়ে ১৮,০৭০ পয়েন্টে বন্ধ হয়েছে। ২০২২ সালের এপ্রিলের পর এই প্রথম নিফটি ১৮,০০০-এর উপরে বন্ধ হয়েছে।
3/9

সবথেকে বড় বিষয়, এদিন বাজাজ ফিনসার্ভ স্প্লিট হওয়ার পর ৬শতাংশ বেড়েছে। এক সময় বিএসই-তে ১৮২১-এ চলে এসেছিল এই স্টক।
4/9

এদিন বিএসইতে মোট ৩,৬০০টি শেয়ারে লেনদেন হয়েছে। যার মধ্যে ১৮৫৮টি শেয়ার বেড়েছে। ১৬৩৪টি শেয়ার লালে বন্ধ হয়েছে। একই ছিল ১০৮টি শেয়ারের দর। আজকের ট্রেডিং সেশনে ৩৩৭টি শেয়ারের আপার সার্কিট ও ১৫৪টি শেয়ারে লোয়ার সার্কিট ছিল।
5/9

মঙ্গলবারের ট্রেডিং সেশনে আইটি, রিয়েল এস্টেট ও তেল ও গ্যাস খাত ছাড়া সব সেক্টর সবুজে বন্ধ ছিল। ব্যাঙ্কিং, অটো, ফার্মা, এফএমসিজি, এনার্জি, কনজিউমার ডিউরেবলস খাতের শেয়ারে কেনাকাটা দেখা গেছে। ছোট ক্যাপ ও মিড ক্যাপ সূচকগুলিও সবুজে বন্ধ হয়েছে।
6/9

আজকের ট্রেডিং সেশনে, টাটা কনজিউমারের শেয়ার 2.85 শতাংশ, IndusInd ব্যাঙ্ক 2.37 শতাংশ, ব্রিটানিয়া 2.34 শতাংশ, ভারতী এয়ারটেল 1.96 শতাংশ, টাইটান কোম্পানি 1.67 শতাংশ, বাজাজ ফাইন্যান্স 1.60 শতাংশ বেড়ে বন্ধ হয়েছে।
7/9

এদিন পতনশীল স্টকগুলির দিকে তাকালে শ্রী সিমেন্ট 0.64 শতাংশ, সিপলা 0.55 শতাংশ, আইশার মোটরস 0.48 শতাংশ, বিপিসিএল 0.45 শতাংশ, টিসিএস 0.42 শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে।
8/9

এদিন কারেন্সি বাজারে রুপি শক্তি দেখিয়েছে। ডলারের তুলনায় রুপি ৪০ পয়সা বেড়ে ৭৯.১৪ টাকায় বন্ধ হয়েছে। ডলারের তুলনায় ৫ মাসের মধ্যে যা সর্বোচ্চ বৃদ্ধি।
9/9

তবে এই বাজার অনেকটাই নির্ভর করছে আমেরিকার বাজারের ওপর। ডাও ডোনসে বড় পতন ভারতের বাজারেরও ধস নামাতে পারে।
Published at : 14 Sep 2022 12:21 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
