এক্সপ্লোর
Diwali 2022: আলোর উৎসবেও পাশাপাশি, লাল লেহঙ্গায় অনবদ্য ক্যাটরিনা, কাছছাড়া করলেন না ভিকিকে
Bollywood Diwali Party: আলোর উৎসব ঘিরে বাড়ছে প্রস্তুতি। তাতে শামিল বলিউডও। দীপাবলির আগেই 'দিওয়ালি পার্টি'র আয়োজন।

ভিকি-ক্যাটরিনা।
1/10

আলোর উৎসব ঘিরে তৎপরতা শুরু হয়েছে দেশ জুড়ে। মায়ানগরীর বুকেও নেমে এল রোশনাই। একছাদের নিচে কার্যতই চাঁদের হাট বসল। উপলক্ষ অবশ্য়ই দীপাবলি।
2/10

প্রযোজক রমেশ তৌরানি দীপাবলির পার্টি রেখেছিলেন। তাতেই জড়ো হন বলিউড থেকে টেলি দুনিয়ার তাবড় তারকারা। কেউ এলেন একে, কেউ আবার দোকা। পোজ দিলেন হাসিমুখে।
3/10

বিয়ে করেছিলেন সকলের অগোচরে। কিন্তু তার পর থেকে কার্যত চোখে হারাচ্ছেন পরস্পরকে। জন্মদিনের পার্টি থেকে, বেড়াতে যাওয়া, অ্যাওয়ার্ড ফাংশন থেকে এ বার দীপাবলির পার্টি।
4/10

রমেশ তৌরানির পার্টিতে যুগলেই এলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। শাড়ির বদলে ক্যটরিনার পরনে ছিল লাল লেহঙ্গা। ভিকি পরেছিলেন কালো কুর্তা, সাদা প্যান্ট এবং লম্বা ঝুলের হাফহাতা কোট।
5/10

অন্যদের তুলনায় একটু দেরিতেই পার্টিতে ঢোকেন তাঁরা। কিন্তু হাতে হাত রেখে যখন ঢুকলেন, প্রচারের সব আলো গিয়ে পড়ল তাঁদের উপরই। কোমর জড়িয়ে ধরে স্ত্রীর সঙ্গে হাসিমুখে পোজ দিলেন ভিকি। স্বামীর কাঁধ ঘেঁষে মাথা এলিয়ে দিলেন ক্যাটরিনাও। এক অনুরাগীর সঙ্গে ছবিও তোলেন তাঁরা।
6/10

পার্টিতে ছিলেন বলিউডের এভারগ্রিন দম্পতি রিতেশ দেশমুখ এবং জেনিলিয়া ডিসুজাও। দু’জনেই মানানসই আকাশি নীল রংয়ের পোশাক পরেছিলেন।
7/10

টেলিভিশন থেকে বড়পর্দায় আত্মপ্রকাশ করে নিজের উপস্থিতিও বদলে ফেলেছেন শেহনাজ গিল। পার্টিতে ছিলেন তিনিও। কালো শাড়িতে একেবারে গ্ল্যামারাস রূপে ধরা দিলেন।
8/10

সলমন খানের বোন অর্পিতা খান এবং তাঁর স্বামী আয়ুষ শর্মাও উপস্থিত ছিলেন পার্টিতে। সলমনের ছত্রছায়া থেকে বেরিয়ে নিজের মতো করে অভিনয় জগতে নিজের পরিচিতি তৈরি করছেন আয়ুষ। স্ত্রী অর্পিতা পাশে রয়েছেন তাঁর।
9/10

সলমন খানের সঙ্গে পর পর ছবি করেছেন। পরিচালক কবীর খানও পার্টিতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী মিনি মাথুর। এ ছাড়াও টেলি জগৎ থেকে কর্ণ পটেল, রবি দুবে, সরগুন মেহতা, রূপালী গঙ্গোপাধ্যায়রাও হাজিরা দেন পার্টিতে।
10/10

বলিউডের নয়া যুগল রকুলপ্রীত সিংহ এবং জ্যাকি ভাগনানিও ধরা দেন ক্যামেরার সামনে। নানা সম্পর্কের কথা শোনা গেলেও, একাই পার্টিতে পৌঁছন আদিত্য রায় কপূর। ক্যাটরিনার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবর একসময় মুখে মুখে ফিরত।
Published at : 20 Oct 2022 10:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
