এক্সপ্লোর
Anupam-Piya: ৬ বছরের বৈবাহিক সম্পর্কে টানেন ইতি, কেন? ২ বছর আগে পোস্ট করে কী লেখেন অনুপম-পিয়া?
Tollywood Lookback: ২০১৫ সালের ৬ ডিসেম্বর, তৎকালীন বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অনুপম রায়। উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা। তবে সেই বিয়ে স্থায়ী হয় মাত্র ৬ বছর।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম, ট্যুইটার
1/10

২০২১ সালের ১১ নভেম্বর। দুপুর নাগাদ হঠাৎই শোরগোল টলিপাড়ায়। বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন তারকা সঙ্গীতশিল্পী অনুপম রায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করেন তৎকালীন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে পথচলায় ইতি টানছেন।
2/10

এরপর, এই ঘটনার ঠিক বছর দুয়েকের মাথায়, চলতি বছরের ২৭ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিউডের তারকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ফের উস্কে ওঠে পিয়ার প্রাক্তন স্বামীর প্রসঙ্গ।
3/10

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার সঙ্গে পাল্লা দিয়ে ভাইরাল হয় একাধিক মিমও। এই আবহে একবার ফিরে দেখা যাক, বিবাহবিচ্ছেদ কেন হয়েছিল অনুপম ও পিয়ার? কী জানিয়েছিলেন তাঁরা নিজেরা?
4/10

১১ নভেম্বর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেন অনুপম রায়। অনুপম ও পিয়ার 'যৌথ' বিবৃতি বলা যেতে পারে। তাতেই স্পষ্ট উল্লেখ করা হয় বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একইসঙ্গে এও উল্লেখ করা হয় যে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে না থাকলেও, বন্ধুত্ব থাকবে অটুট।
5/10

বিচ্ছেদের কথা ঘোষণা করে সঙ্গীত পরিচালক লেখেন, 'আমরা অনুপম এবং পিয়া, যৌথভাবে আমাদের বৈবাহিক সম্পর্ক শেষ করার এবং বন্ধ হিসেবে আমাদের নিজস্ব স্বাধীন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।'
6/10

'আমাদের একসঙ্গে সফর খুব সুন্দর ছিল, সঞ্চিত রাখার মতো অভিজ্ঞতা ও আনন্দের স্মৃতিতে ঠাসা। যদিও, ব্যক্তিগত মতপার্থক্যের জন্য, আমাদের মনে হয়েছে যে স্বামী ও স্ত্রী হিসেবে আলাদা হয়ে যাওয়াই শ্রেষ্ঠ হবে আমাদের জন্য। আমরা চিরকাল যেমন ছিলাম তেমনই ঘনিষ্ঠ বন্ধু থাকব এবং একে অপরের ভাল থাকার অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকব।'
7/10

ওই বিবৃতিতে তিনি আরও লেখেন, 'আমরা সকল বন্ধুবান্ধব, পরিবার ও শুভাকাঙ্ক্ষী যাঁরা এতদিন পর্যন্ত প্রত্যেক ধাপে আমাদের পাশে থেকেছেন তাঁদের কাছে কৃতজ্ঞ। আমরা আপনাদের ক্রমাগত সহানুভূতি ও বোঝাপড়ার অনুরোধ করছি যাতে এই বদলটা গোপনীয়তা ও সম্মানের সঙ্গে করতে আমাদের সাহায্য হয়।'
8/10

২০১৫ সালের ৬ ডিসেম্বর, তৎকালীন বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অনুপম রায়। উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা। শোনা যায়, গানে গানে মনের মানুষকে ইম্প্রেস করেছিলেন অনুপম।
9/10

তবে সেই বিয়ে 'ব্যক্তিগত পার্থক্য'-এর কারণে স্থায়ী হয় মাত্র ৬ বছর। এর দুই বছরের মাথায় নতুন জীবনে পা দিলেন সমাজকর্মী পিয়া। হাত ধরলেন টলিউডের এতদিনের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' পরমব্রত চট্টোপাধ্যায়ের।
10/10

অন্যদিকে নিজের একের পর এক হিট কাজ নিয়ে ব্যস্ত অনুপম রায়। শুভাকাঙ্ক্ষীরা সকলেরই মঙ্গল কামনা করে ও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
Published at : 30 Nov 2023 10:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
