এক্সপ্লোর
Health News:নজরে কোভিড-১৯-এর নয়া ভ্যারিয়্যান্ট, কী উপসর্গ এতে?
New Covid Variant: নভেল করোনাভাইরাসের এক নতুন ভ্যারিয়্যান্টের নাম BA2.86 যাতে বিস্তর মিউটেশন স্পষ্ট। এই ভ্যারিয়্যান্টটিতে আপাতত তাই নজরদারি চালাচ্ছে WHO। কী উপসর্গ হয় এতে?
![New Covid Variant: নভেল করোনাভাইরাসের এক নতুন ভ্যারিয়্যান্টের নাম BA2.86 যাতে বিস্তর মিউটেশন স্পষ্ট। এই ভ্যারিয়্যান্টটিতে আপাতত তাই নজরদারি চালাচ্ছে WHO। কী উপসর্গ হয় এতে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/19bd581196d51b9399ec2e2ec58577961692553429488482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নজরে কোভিড-১৯-এর নয়া ভ্যারিয়্যান্ট, কী উপসর্গ এতে?
1/9
![করোনা-অতিমারীর সঙ্গে লড়াইয়ের প্রায় তিন বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও নভেল করোনাভাইরাস উধাও হয়ে যায়নি। বরং ভোল বদলে ফিরে ফিরে এসেছে। এরকমই এক নতুন ভ্যারিয়্যান্টের নাম BA2.86 যাতে বিস্তর মিউটেশন স্পষ্ট। এই ভ্যারিয়্যান্টটিতে আপাতত তাই নজরদারি চালাচ্ছে WHO।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/515f43524d4ec87420d77c50cbef8b0d2fafd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনা-অতিমারীর সঙ্গে লড়াইয়ের প্রায় তিন বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও নভেল করোনাভাইরাস উধাও হয়ে যায়নি। বরং ভোল বদলে ফিরে ফিরে এসেছে। এরকমই এক নতুন ভ্যারিয়্যান্টের নাম BA2.86 যাতে বিস্তর মিউটেশন স্পষ্ট। এই ভ্যারিয়্যান্টটিতে আপাতত তাই নজরদারি চালাচ্ছে WHO।
2/9
![এই মুহূর্তে ডেনমার্ক, ইজরায়েল এবং আমেরিকায় এই ভ্যারিয়্যান্টের দাপট বেশি। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার এই প্রজাতি যদি শরীরে ঢোকে তা হলে কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে, তা আগে থেকে জানা থাকলে সতর্ক হওয়া সম্ভব।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/6fc26d72a10295e627417089b1e9024443024.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই মুহূর্তে ডেনমার্ক, ইজরায়েল এবং আমেরিকায় এই ভ্যারিয়্যান্টের দাপট বেশি। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার এই প্রজাতি যদি শরীরে ঢোকে তা হলে কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে, তা আগে থেকে জানা থাকলে সতর্ক হওয়া সম্ভব।
3/9
![যে কোনও ধরনের সংক্রমণের মতো কোভিডের ক্ষেত্রেও সবচেয়ে চেনা উপসর্গ হল জ্বর। এই ভ্যারিয়্যান্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে কার ক্ষেত্রে জ্বরের মাত্রা কতটা হবে, তা ব্যক্তিভেদে আলাদা হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/d799386c0f721afbb4ab4ab9aa4111ea8e254.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যে কোনও ধরনের সংক্রমণের মতো কোভিডের ক্ষেত্রেও সবচেয়ে চেনা উপসর্গ হল জ্বর। এই ভ্যারিয়্যান্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে কার ক্ষেত্রে জ্বরের মাত্রা কতটা হবে, তা ব্যক্তিভেদে আলাদা হতে পারে।
4/9
![নতুন ভ্যারিয়্যান্টের সংক্রমণ হলেও ঘন ঘন কাশির দমক দেখা দিতে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/f4560f3be68fcdd8020418df1913d01cd6e8f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নতুন ভ্যারিয়্যান্টের সংক্রমণ হলেও ঘন ঘন কাশির দমক দেখা দিতে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের।
5/9
![তীব্র গা-হাত পা ব্যথা এই ভ্যারিয়্যান্ট সংক্রমণেরও অন্যতম উপসর্গ, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/5bd11fee3fae79c709d2c67f2fdb2bc0271b8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তীব্র গা-হাত পা ব্যথা এই ভ্যারিয়্যান্ট সংক্রমণেরও অন্যতম উপসর্গ, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
6/9
![তবে শুধু গা-হাত ব্যথা নয়, সঙ্গে থাকতে পারে তীব্র মাথা যন্ত্রণাও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/9bf48f6230ef94a9e0e1718b485fc28c8b9f9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে শুধু গা-হাত ব্যথা নয়, সঙ্গে থাকতে পারে তীব্র মাথা যন্ত্রণাও।
7/9
![তুমুল ক্লান্তি। নভেল করোনাভাইরাসের এই ভ্যারিয়্যান্টের ক্ষেত্রেও এই উপসর্গ দেখা যেতে পারে, মনে করাচ্ছেন ডাক্তাররা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/761e857c4896389bec9ea3b750f4cb9f19b11.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তুমুল ক্লান্তি। নভেল করোনাভাইরাসের এই ভ্যারিয়্যান্টের ক্ষেত্রেও এই উপসর্গ দেখা যেতে পারে, মনে করাচ্ছেন ডাক্তাররা।
8/9
![পেটব্যথা, ডায়ারিয়া, বমির মতো নানা ধরনের উপসর্গও দেখা যেতে পারে এই সংক্রমণে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/9b6f47fb4c718636cc1eba30e004c0bda88f5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পেটব্যথা, ডায়ারিয়া, বমির মতো নানা ধরনের উপসর্গও দেখা যেতে পারে এই সংক্রমণে।
9/9
![তা ছাড়া বন্ধ নাক, গলায় কিছু আটকে থাকার মতো অনুভূতি, খুসখুসে কাশি এই ধরনের উপসর্গও থাকতে পারে। এই ধরনের উপসর্গগুলি আগে থেকে জেনে রাখলে সংক্রমিত ব্যক্তিরা সতর্ক হতে পারবেন, মনে করছেন বিশেষজ্ঞরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/b0eb24fdd3561c74eb855f72d5f2ea5ffaf96.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তা ছাড়া বন্ধ নাক, গলায় কিছু আটকে থাকার মতো অনুভূতি, খুসখুসে কাশি এই ধরনের উপসর্গও থাকতে পারে। এই ধরনের উপসর্গগুলি আগে থেকে জেনে রাখলে সংক্রমিত ব্যক্তিরা সতর্ক হতে পারবেন, মনে করছেন বিশেষজ্ঞরা।
Published at : 21 Aug 2023 06:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)