এক্সপ্লোর
Lifestyle:এবার কৃষকের 'ভূমিকায়' রাহুল গাঁধী
Congress MP Rahul Gandhi: শিয়রে নির্বাচন। তার আগে ছত্তিসগড়ে প্রচারে এসেছিলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। বস্তারের কোন্ডাগাঁওয়ে নির্বাচনী সমাবেশ করেছেন।

ছত্তিসগড়ে ধানের খেতে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (ছবি: PTI)
1/9

শিয়রে নির্বাচন। তার আগে ছত্তিসগড়ে প্রচারে এসেছিলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। বস্তারের কোন্ডাগাঁওয়ে নির্বাচনী সমাবেশ করেছেন। তার মধ্যে কিছুটা অন্য ভূমিকায় দেখা গেল তাঁকে।
2/9

ছত্তিসগড়ের প্রচারের মধ্যেই ধানের খেতে নেমে পড়লেন রাহুল। মাথায় লাল গামছা, হাতে কাস্তে। নিজের হাতে ধানও কাটলেন।
3/9

'ভারত জোড়ো' আন্দোলনের সময়ও নানা ভূমিকায় দেখা গিয়েছিল কংগ্রেস নেতাকে। গত অগাস্টে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলেন লাদাখের দিকে।
4/9

এবার কৃষকের ভূমিকায় তিনি। একেবারে স্বচক্ষে দেখলেন কৃষিকাজের পদ্ধতি, বাকি কৃষকদের সঙ্গে কথাও বললেন। শুনলেন তাঁদের সমস্যার কথাও।
5/9

গত কাল, কোন্ডাগাঁওয়ের নির্বাচনী সভায় তিনি আশ্বাস দেন, কোনও রাজ্যে ক্ষমতায় এলে একেবারে প্রাক-প্রাথমিক স্তর থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনা খরচে লেখাপড়ার ব্যবস্থা করবে। হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় লেখাপড়ার ব্যবস্থা করা হবে, আশ্বাস রাহুলের।
6/9

লোকসভা সাংসদের আরও আশ্বাস, আদিবাসী সম্প্রদায়ের থেকে যে তেন্দুপাতা সংগ্রহ করা হয় তার বস্তাপিছু দাম আড়াই হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হবে।
7/9

গত ৫ বছর ধরে ছত্তিসগড়ে ভূপেশ বাঘেলের নেতৃত্বে কংগ্রেস সরকার ক্ষমতাসীন।
8/9

এই বার দু'দফায় ভোট হওয়ার কথা এই রাজ্যে। প্রথম দফার ভোট ৭ নভেম্বর, দ্বিতীয় পর্বের ভোট ১৭ নভেম্বর।
9/9

তার আগে ছত্তীসগড়ে রাহুল গাঁধীর সফরে নজর ছিল রাজনৈতিক মহলের। ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ জানিয়েছেন, ক্ষমতায় এলে ছত্তীসগড়েও জাতভিত্তিক সমীক্ষা করা হবে। অন্যান্য অনগ্রসর সম্প্রদায় যাতে তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত না থাকেন, সেই জন্যই সমীক্ষার ব্যবস্থা। জানান তিনি।
Published at : 29 Oct 2023 02:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
