এক্সপ্লোর
India Independence Day 2022: এই ক'দিন লাগবে না টিকিট, কোথায় কোথায় যাবেন?
Independence Day 2022 Special: এবার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। দেশজুড়ে পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব'

ফাইল ছবি
1/8

স্বাধীনতা দিবসের আগে কেন্দ্রীয় সরকারের বিশেষ উপহার। ভারতের যে সব সৌধ ও স্থাপত্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মাধ্যমে দেখভাল ও রক্ষণাবেক্ষণ করা হয়। সেগুলিতে ঢোকার জন্য দিতে হবে না কোনও টাকা। ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ওই সৌধগুলিতে ঢোকা যাবে।
2/8

এবার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। দেশজুড়ে পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব'। তারই অংশ হিসেবে এই ঘোষণা করা হয়েছে ভারত সরকারের তরফে।
3/8

কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের মন্ত্রী জি কিষান রেড্ডিও একটি টুইটের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দেশজুড়ে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সব সৌধের ক্ষেত্রেই এক নিয়ম।
4/8

সাধারণত এই সৌধগুলিতে ঢোকার জন্য ভারতীয় ও বিদেশি পর্যটকদের জন্য আলাদা মূল্যের টিকিট থাকে। এই দশদিনের জন্য সবার জন্যই বিনামূল্যে প্রবেশের সুবিধা থাকছে। অর্থাৎ, ভারতীয় হোক বা বিদেশি পর্যটক সবার জন্যই একই ছাড়।
5/8

সারা দেশে ছড়িয়ে রয়েছে ৩৬০০টিরও বেশি সৌধ ও স্থাপত্য যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। এর মধ্যে রয়েছে কুতুব মিলার থেকে তাজমহল। ইন্ডিয়া গেট থেকে লাল কেল্লা। রয়েছে বাংলার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বল্লালের ঢিপি। কেরলে বেলার দুর্গ থেকে মহাবলীপুরমের মন্দির, অজন্তা-ইলোরা, ওড়িশার কোনারক মন্দির। এরকম আরো অজস্র।
6/8

বিভিন্ন সার্কেলে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে। স্বচ্ছতা অভিযানের মতো একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। এএসআই-এর আগ্রা সার্কেলে নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচি।
7/8

ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--বিপুল জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে একাধিক প্রাচীন স্থাপত্য ও সৌধ। যা ভারতের একাধিক প্রাচীন সভ্যতা, রাজত্ব, সংস্কৃতির বাহক।
8/8

ভারতের সমাজ-ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে রয়েছে বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর সংস্কৃতির ও রীতি-নীতির মেলবন্ধন। এই প্রাচীন স্থাপত্য, সৌধ, ভাস্কর্যগুলি তারই প্রতীক। সব ছবি: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টুইটার এবং মিনিষ্ট্রি অফ কালচারের টুইটার হ্যান্ডেল।
Published at : 05 Aug 2022 01:15 PM (IST)
Tags :
Independence Day স্বাধীনতা দিবস August 15 India Independence Day Azadi Ka Amrit Mahotsav Happy Independence Day Archaeological Survey Of India স্বাধীনতা দিবস Independence Day 2022 India Independence Day Special Happy Independence Day Images India Independence Day News India Independence Day Celebrationআরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
