এক্সপ্লোর
Covid 19 Second Wave Symptoms: দ্বিতীয় ঢেউয়ে চরিত্র পাল্টেছে করোনা, জেনে নিন নতুন উপসর্গ
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/ea9ea2e574253b20b25f90c848af7d50_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনা ভাইরাস আপডেট
1/10
![প্রথমবারের থেকে, করোনার দ্বিতীয় ঢেউ আরও ভয়াবহ। লাগামছাড়া গতিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যানও বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের মতো ভয়ঙ্কর অবস্থা, বিশ্বের আর কোনও হয়নি। ভয়ঙ্কর করোনার ধাক্কায় ফের দৈনিক আক্রান্তের সংখ্যায় বিশ্বে সর্বকালীন রেকর্ড ভারতের। আবার চার লক্ষের গন্ডি পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজার ছুঁইছুঁই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/cbd98c7ed1387a492e4b4380f5a9784c8d6d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথমবারের থেকে, করোনার দ্বিতীয় ঢেউ আরও ভয়াবহ। লাগামছাড়া গতিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যানও বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের মতো ভয়ঙ্কর অবস্থা, বিশ্বের আর কোনও হয়নি। ভয়ঙ্কর করোনার ধাক্কায় ফের দৈনিক আক্রান্তের সংখ্যায় বিশ্বে সর্বকালীন রেকর্ড ভারতের। আবার চার লক্ষের গন্ডি পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজার ছুঁইছুঁই।
2/10
![বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে গোটা বিশ্বে যতজন সংক্রমিত হয়েছেন, তার ৪৬ শতাংশ ভারতেরই। আর গত ৭ দিনে বিশ্বে যতজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তার ২৫ শতাংশই এদেশে। চিকিত্সকদের মতে, আমাদের এই ভাইরাস প্রথমে ইউকে ভেরিয়েন্ট, তারপর সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট। তারপর সংক্রমণ-মৃত্যু বাড়িয়ে এল ব্রাজিলীয় ভেরিয়েন্ট। তারপর সংক্রমণ দ্বিগুণ করে এল ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এবার যেটা, সেটা ১৫ গুণ বেশি। আমাদের এখানে প্রতিদিন ৪ লক্ষ আক্রান্ত। মৃত্যুও তাই বাড়বে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/7d678f9099b3b401c9c3249c90268ab085991.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে গোটা বিশ্বে যতজন সংক্রমিত হয়েছেন, তার ৪৬ শতাংশ ভারতেরই। আর গত ৭ দিনে বিশ্বে যতজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তার ২৫ শতাংশই এদেশে। চিকিত্সকদের মতে, আমাদের এই ভাইরাস প্রথমে ইউকে ভেরিয়েন্ট, তারপর সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট। তারপর সংক্রমণ-মৃত্যু বাড়িয়ে এল ব্রাজিলীয় ভেরিয়েন্ট। তারপর সংক্রমণ দ্বিগুণ করে এল ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এবার যেটা, সেটা ১৫ গুণ বেশি। আমাদের এখানে প্রতিদিন ৪ লক্ষ আক্রান্ত। মৃত্যুও তাই বাড়বে।
3/10
![জোড়া মিউটেশন করে ভারতের করোনাভাইরাস ভয়ঙ্কর হওয়ার পাশাপাশি, নিজের বৈশিষ্ট্যও অনেক পাল্টে ফেলেছে। যে কারণে, সেকেন্ড ওয়েভে বহুক্ষেত্রে অনেক নতুন নতুন উপসর্গের দেখা মিলছে। অনেকক্ষেত্রে, আরটি-পিসিআর পরীক্ষা করেও, এই ভাইরাসের অস্তিত্বের প্রমাণ মিলছে না। নতুন ভাইরাসের উপসর্গগুলি একবার দেখে নেওয়া যাক---](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/3ed25a8aed7639bd244d8785a2c0b89f034bc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জোড়া মিউটেশন করে ভারতের করোনাভাইরাস ভয়ঙ্কর হওয়ার পাশাপাশি, নিজের বৈশিষ্ট্যও অনেক পাল্টে ফেলেছে। যে কারণে, সেকেন্ড ওয়েভে বহুক্ষেত্রে অনেক নতুন নতুন উপসর্গের দেখা মিলছে। অনেকক্ষেত্রে, আরটি-পিসিআর পরীক্ষা করেও, এই ভাইরাসের অস্তিত্বের প্রমাণ মিলছে না। নতুন ভাইরাসের উপসর্গগুলি একবার দেখে নেওয়া যাক---
4/10
![গলা ফোলা - যদি গলায় ফোলাভাব থাকে বা গলা জ্বালা বা অস্বস্তি হচ্ছে, তাহলে তা কোভিড-১৯ উপসর্গ হতে পারে। বিশ্বে প্রায় ৫২ শতাংশ ক্ষেত্রে এটা সত্য প্রমাণিত হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/c72480eba0fbe9c6418774d4ef4c237a3f3dd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গলা ফোলা - যদি গলায় ফোলাভাব থাকে বা গলা জ্বালা বা অস্বস্তি হচ্ছে, তাহলে তা কোভিড-১৯ উপসর্গ হতে পারে। বিশ্বে প্রায় ৫২ শতাংশ ক্ষেত্রে এটা সত্য প্রমাণিত হয়েছে।
5/10
![দুর্বলতা - বহু কোভিড আক্রান্ত জানিয়েছেন, তাঁরা দুর্বল বোধ করছেন। বিশেষ করে সংক্রমণের প্রাথমিক পর্যায়ে এই উপসর্গ থাকে। অনেকের পরীক্ষা পজিটিভ হওয়ার আগে থেকেই এই উপসর্গ দেখা দেয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/4fd8c49e8c4400da0e5fffa097bb909dbacfc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুর্বলতা - বহু কোভিড আক্রান্ত জানিয়েছেন, তাঁরা দুর্বল বোধ করছেন। বিশেষ করে সংক্রমণের প্রাথমিক পর্যায়ে এই উপসর্গ থাকে। অনেকের পরীক্ষা পজিটিভ হওয়ার আগে থেকেই এই উপসর্গ দেখা দেয়।
6/10
![শরীরে ব্যথা - বহু করোনা আক্রান্ত জানিয়েছেন, তাঁদের শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। বিশেষ করে গাঁটে ও পেশিতে ব্যথা। এর কারণ, করোনাভাইরাস শরীরের গুরুত্বপূর্ণ পেশি ও গাঁটে হানা দেয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/e04b087205d05287e8a3f4de01dd422d99fa8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শরীরে ব্যথা - বহু করোনা আক্রান্ত জানিয়েছেন, তাঁদের শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। বিশেষ করে গাঁটে ও পেশিতে ব্যথা। এর কারণ, করোনাভাইরাস শরীরের গুরুত্বপূর্ণ পেশি ও গাঁটে হানা দেয়।
7/10
![জ্বর ও কাঁপুনি - যদি আপনার অস্বাভাবিক শীত-শীত লাগে, বা শরীরে কাঁপুনি দেয়, তাহলে, এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/7b7e59ea11a3cbab065b113807cd2ea6bd160.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জ্বর ও কাঁপুনি - যদি আপনার অস্বাভাবিক শীত-শীত লাগে, বা শরীরে কাঁপুনি দেয়, তাহলে, এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।
8/10
![বমিভাব - যদি আপনার গা গুলিয়ে থাকে বা আপনার বমি ভাব থেকে থাকে, তাহলে আপনার শরীরে এই ভাইরাস প্রবেশ করেছে। এটা প্রাথমিক উপসর্গ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/108cc21e3ac735f99cd480cb122ab92b83c5d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বমিভাব - যদি আপনার গা গুলিয়ে থাকে বা আপনার বমি ভাব থেকে থাকে, তাহলে আপনার শরীরে এই ভাইরাস প্রবেশ করেছে। এটা প্রাথমিক উপসর্গ।
9/10
![ঝিমুনিভাব - অনেক ক্ষেত্রে কোভিড আক্রান্তদের মধ্যে ঝিমুনিভাব দেখা যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/293d08c3c183ba9e20e958db575475ea9a2a2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঝিমুনিভাব - অনেক ক্ষেত্রে কোভিড আক্রান্তদের মধ্যে ঝিমুনিভাব দেখা যায়।
10/10
![লালারসের অভাব - কোভিড আক্রান্ত হলে বহুক্ষেত্রে শরীরে লালরস যথেষ্ট পরিমাণ তৈরি হয় না। ফলে, খাবার খেতে বা কথা বলতে অসুবিধে হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/5118c6abfea8fe1987b310b80191bb06d8d5c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
লালারসের অভাব - কোভিড আক্রান্ত হলে বহুক্ষেত্রে শরীরে লালরস যথেষ্ট পরিমাণ তৈরি হয় না। ফলে, খাবার খেতে বা কথা বলতে অসুবিধে হয়।
Published at : 07 May 2021 01:30 PM (IST)
Tags :
Coronavirus Coronavirus India Updates Coronavirus India Coronavirus Symptoms Coronavirus In India Coronavirus News Coronavirus Death Corona Death In India Covid-19 Cases Corona Second Wave Covid-19 Second Wave Coronavirus India Highlights COVID-19 Cases Today Coronavirus Covid 19 Second Wave Symptomsআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)